Title | : | The Golden Fortress (Feluda, #3) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | 0143335774 |
ISBN-10 | : | 9780143335771 |
Language | : | English |
Format Type | : | Paperback |
Number of Pages | : | 119 |
Publication | : | First published January 1, 1971 |
The Golden Fortress (Feluda, #3) Reviews
-
একজন জাতিস্মর, রাজস্থানের মরূভূমি, জাঁদরেল মনস্তত্ত্ববিদ – সবকিছু নিয়ে ফেলুদার এই গল্পটি অনেক দিক দিয়েই বেশ ভালো, কিন্তু বিশেষ কোন কিছুর কথা যদি বলতেই হয়, তবে এটুকুই বোধহয় যথেষ্ট – জটায়ুর সাথে ফেলুদার প্রথম দেখা হয় এই গল্পেই।
আমেরিকা থেকে সম্প্রতি দেশে ফেরা বিখ্যাত মনস্তত্ত্ববিদ (প্যারাসাইকোলজিস্ট) ডঃ হেমাঙ্গমোহন হাজরা কলকাতায় অদ্ভুত একটি ছেলের সন্ধান পান, যার কথা শুনে মনে হয় যে অতীত কোন জীবনে সে অন্য একজন মানুষ ছিল। ছেলেটির মুখে তার ‘পূর্বজন্মের’ বর্ণনা শুনে তাকে নিয়ে ডঃ হাজরা গবেষণার জন্য রাজস্থান যাওয়া স্থির করেন। কিন্তু এদিকে পত্রপত্রিকায় ছেলেটির মুখে গুপ্তধনের কথার খবর বেরিয়ে যাওয়ায় গোলমেলে লোকজনরাও তাদের পিছু নেয়, আর ফেলুদাকে যেতে হয় ছেলেটিকে তাদের হাত থেকে রক্ষা করতে… অন্তত প্রথমে ব্যাপারটা সেরকমই মনে হয়। তারপর আর কি। জমজমাট রহস্য আর অ্যাডভেঞ্চার। -
**4.25 stars**
I’m not sure if this story is even 50% popular as the adaptation is, and that’s the only comparison ground Sonar Kella has. Of course, Ray was a better filmmaker than a writer, and while the story is essentially a mystery-thriller with a whodunnit touch, the adaptation is more Hitchcock-esque where the suspense is better built. Now, this story also introduces Lalmohan Ganguly, the best character in the universe, so probably I’m a bit biased with the outrageous clownish portrayal the story took, but that doesn’t change the fact that it is still one of the best ever written by Ray. But still, as time grows past I seem to adore the movie more and more, with the situational comedy (that works outstandingly) and background score, which will forever be in my top 10, and not just because it was conjured up by Mozart. -
শেষমেশ জটায়ুর আবির্ভাব ঘটলো❤️
-
3.5 stars
-
In one of their most hair-raising adventures ever, Feluda and Topshe set out for Rajasthan on the trail of the parapsychologist Dr Hajra and Mukul, a kid who claims he recollect his past life. In transit they meet Jatayu, a creator of famous wrongdoing thrillers, who chooses to go with them. After various enterprises, including an improvised camel ride over the leave, they achieve Mukuls Golden Fortress, where Feluda unwinds the many strands of a mind boggling case. Feludas twelve biggest experiences are presently accessible in unique Puffin releases. This is the third book in the arrangement.
-
এবারের থ্রিলটা বেশ ভালো ছিল। কোলকাতা ছেড়ে সোজা রাজস্থান। টুইস্টগুলোও বেশ ভালো ছিল। ৪.৫/৫
-
এইটা জাস্ট অসাধারণ!
-
বইটির বেশিরভাগ অংশ ট্রেনে পড়ে শেষ করলাম। যদিও তাপমাত্রা রাজস্থানের তুলনায় পার্থক্য ৩০ ডিগ্রি কিন্তু পড়ার সময় মনে হচ্ছিল আমিও ফেলুদাকে ফলো করে রাজস্থান যাচ্ছি। সত্যজিৎ কোনান ডয়েল সাহেবের মত দর্শকের সামনেই ফেলুদার প্রখর বুদ্ধিমত্তা তুলে ধরেন। কিন্তু শার্লকের সাথে ফেলুদার পার্থক্য হল এই যে, লেখক সকল চরিত্রকে টেবিলে রেখেই গল্প এগিয়ে যান। অন্যদিকে শার্লক পর্যবেক্ষণের মাধ্যমে একের পর এক চরিত্র আবিষ্কার করে।
গল্পের শুরুতে আপনি নিজেকে ফেলুদার জায়গায় কল্পনা করুন। টেবিলের একপাশে আপনি, তোপসে, জটায়ু। অন্য তিনপাশের যেকোনো চরিত্রই ঘটনার মূল হতা। লেখক ফেলুদাকে নিয়ে অপেক্ষা করেন টেবিলে মোমবাতির উপর উত্তেজনার নিশ্বাস পড়ার। যেই পড়ে, তখনই ফেলুদা বিপরীত দিকে এগোতে শুরু করে। যেহেতু ক্যামেরার কারসাজি নেই, সেহেতু বাঙালি বিশ্বাস করতে চাওয়া মন গোবেচারা মানুষকে কালপ্রিট ভেবে বসে। এখানেই ফেলুদা অনন্য! সব তথ্য সামনে থাকা সত্যেও আপনি ভুল করে বসবেন! -
Simple Story, Simple characters, Straightforward from the moment go and a decent conclusion.
The interesting element for me in the book was how the writing style managed to be decently casual in a mystery genre and still manage to hold our attention till the end. Add on was that there was good research that went into the book- I picked up decent trivia such as Jaisalmer Fort being made of Yellow Sandstone or that fingerprints to track criminals being used in Argentina for the first time!
All in all, good and short-sweet read to get out of a reading slump or useful in scenario of desperately reaching book targets at the end of the year.
Happy Reading! -
"ওঃ কী থ্রিলিং জায়গা মশাই!ফুল অফ পাওয়ারফুল সাসপিশাস্ ক্যারেকটারস্।"
বলুন তো কথাগুলো কার??
বই(61)-সোনার কেল্লা
লেখক -সত্যজিৎ রায়
প্রকাশনা -আনন্দ পাবলিশার্স
এবারের গল্প মুকুল নামের ছয় বছরের একটি ছেলের।ছেলেটি জাতিস্মর ।পূর্ব জন্ম সম্পর্কে সে অনেক কিছুই বলছে।তাকে সাহায্য করতে প্যারাসাইকোলজিস্ট ডক্টর হাজরা এগিয়ে এলেন ।তিনি ছেলেটিকে নিয়ে রাজস্থানে গেলেন সোনার কেল্লার খোঁজে ।তারা বিপদে পড়তে পারেন তাই তাদের পিছু নিলেন ফেলুদা ও তোপসে ।পথে পরিচয় হয় লালমোহন বাবুর সাথে।
..............................................................
○এই অভিযানে ফেলুদার সাথে প্রথম লালমোহন বাবুর পরিচয় হয়। -
ফেলুদা’র রাজস্থান গমণ এবং জটায়ুর আগমন এই গল্পে। রাজস্থান এর নানারকম কেল্লা এবং বালি এর মধ্যে ফেলুদার এবারকার অভিযান মুকুল নামক আট বছর বয়সী জাতিস্বর ছেলেটাকে উদ্ধার করা। সে তার পূর্ব জন্মের কথা বলে। সোনার কেল্লা আর গুপ্তধনের কথা বলে। আর সেখানে জড়িয়ে পরে একদল লোভী লোক।
-
এতো সুন্দর করে বর্ণনা যেন মনে হয় ফেলুদা অ্যান্ড কো. এর সাথে আমি-ও রাজস্থান ঘুরছি! নিঃসন্দেহে এই কারণেই সত্যজিৎ রায়ের কাছে বারবার ফিরে আসা হয়।
-
বিখ্যাত গোয়েন্দা কাহিনীর লেখক জটায়ুর আগমন এই পর্বেই।
এবারের কাহিনী এগিয়েছে রাজস্থানে গিয়ে। পত্রিকায় মুকুল নামের একটি ছেলের ব্যাপারে লেখা ছাপে। মুকুলের ভাষ্য অনুযায়ী সে জাতিস্মর; আগের জন্মে সে কোনো এক সোনার কেল্লার পাশে থাকতো এর পাশাপাশি সে গুপ্তধনের ব্যাপারে কিছু কথা বলেছে। কিছুদিন পরেই ছেলেটির বাবা আসে ফেলুদার কাছে। আমেরিকা ফেরত বিখ্যাত মনস্তত্ত্ববিদ ও প্যারাসাইকোলজিস্ট ড. হেমাঙ্গমোহন হাজরা মুকুলকে নিয়ে গেছেন রাজস্থানের দিকে যাতে সে মুকুলের ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারেন। আর ওদিকে কারা যেন মুকুল ভেবে তাদের পাড়ার এক ছে���েকে কিডন্যাপ করেছিল। তাই মুকুলের নিরাপত্তার কথা চিন্তা করে ওর বাবা চাইছেন ফেলুদা যেন রাজস্থান যান।
অতঃপর ফেলুদা আর তোপসের যাত্রা শ��রু রাজস্থানের দিকে। মাঝপথে দেখা হয় এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র লালমোহন গাঙ্গুলী ওরফে জটায়ুর সাথে। -
জটায়ু এসে গিয়েছে। থ্রি মাস্কেটিয়ার্স এর যাত্রা শুরু। ছেলেবেলায় পড়া ফেলুদা গল্পগুলোর মধ্যে সোনার কেল্লার সবই মনে আছে। এর কারণ হিসেবে সৌমিত্রর অভিনয়ের কথাই বলব। গোয়েন্দা আর আডভেঞ্চার, দুয়ের মিশেলে অসাধারণ গল্প। সবচেয়ে ভাল লেগেছে ট্রেন ধরার ব্যাপারটা। তবে গুপ্তধন আর মুকুলের জাতিস্মর হওয়ার ব্যাপারটা রহস্যই থেকে গেল।
-
সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ফেলুদার সাথে জটায়ুর পরিচয় হয় এই পার্ট থেকেই।
কলকাতায় খবর রটে যায় এক ছেলে মুকুল নিজেকে সোনার কেল্লার জাতিস্মর ভাবেন এবং তাকে দেখা করতে এবং সেই সোনার কেল্লা দেখতে নিয়ে যায় প্রখ্যাত প্যারাসাইকোলজিস্ট ড. হেমাঙ্গ হাজরা।সোনার কেল্লার সেই গুপ্তধনের পিছনে পড়ে আছে অনেক লোক।বিপদের আশঙ্কায় মুকুলের বাবা ফেলুদাকে খোজ নিতে হবে বলে।ঘটে জানতে পড়ুন ফেলুদার এই পার্ট। দারুন সাসপেন্স এর স্বাদ পাওয়া গেলেও সোনার কেল্লার ব্যাপার টা কি হয়েছে তা খোলাসা করে দেই নি ভালমত কিংবা প্যারাসাইকোলজিস্ট সাকসেস পেয়েছে কি না সেটাও পাইনি।মোটের উপর দারুন। -
লালমোহন বাবুর আগমন তাহলে এখান থেকেই! :')
-
Totally loved reading this children's book in one sitting! Ray was an incredible storyteller, and what comes through clearly in this book is his ability to see the world through other people's eyes! Educative even as it entertains, Ray knows exactly the kind of things that will appeal to his young audience. Topshe, the lucky schoolboy sidekick to the suave Charminar smoking detective Feluda, narrates this delightful story as they romp around Rajasthan in search of a Golden Fortress!
-
Unputdownable!!
I finished reading it in one sitting.
This is such a clever book, even though I managed to figure out 2-3 plot twists.
The character of Feluda has many departures from the classical detective but also many continuities - he is intelligent, brave and courageous.
The book is so visual, full of imagery; I could almost see it play out in front of my eyes like a movie. I absolutely loved it. -
Satyajit Ray, legendary film director and one of the greatest creative minds of the last half of the 20th century, is introduced to the Bengali from an earlier age than most others. This is by dint of the sparkling novels and short stories that he has written for children and adolescents. Few Bengali kids have not read the stories of Feluda the detective, and Professor Shonku the genius scientist, two of the most famous characters within Ray’s oeuvre. Recently, my heart filled with joy when a Tamilian-Kannadiga couple I am friends with, mentioned that their 12-year old loves the Feluda stories.
Translation is wonderful, isn’t it? But Feluda has been translated in another medium earlier. Ray was, first and foremost, a movie director. He had brought two Feluda novels to film — the first of which, Sonar Kella (The Golden Fortress, 1974), you will be surprised to know, is also Salman Rushdie’s favourite Ray movie. And what an amazing movie, and what a brilliant novel it is! A glorious romp across the deserts of Rajasthan in search of devious villains, this is one Feluda story that should be on the must-watch list of every adolescent.
Eight-year old Mukul Dhar has visions of a childhood spent amongst jewelry in a sandy desert-land. Perhaps Mukul Dhar can actually remember parts of his previous birth? Renowned parapsychologist Dr. Hemanga Hajra is intent on finding this out. He believes that if Mukul is brought to the home of his previous birth, there might be landmark developments in paranormal psychology.
But there is evil at work — all the talk of jewelry and precious stones catch the attention of criminal mastermind Amiyanath Barman, and his henchman Mandar Bose. They intend to capture Mukul and thourgh him, get their hands on the jewels. They botch up an attempted kidnapping of Mukul, who had already left for Rajasthan with Dr Hajra. Mukul’s father, when appraised of the botched kidnapping, is fearful of the well-being of his son, and approaches the private investigator Pradosh Mitter aka Feluda to travel to Rajasthan to offer protection to Mukul. And thus starts
the journey.
‘Feluda Followers’ is a Facebook group of ardent Feluda devotees. Today morning, someone in the group mentioning how under-estimated the character of Mandar Bose is. It is a very fair point. See, being a villain’s henchman is a fairly thankless job. An evil sidekick in movies is often of the ‘Arey o Saambha’ variety, fairly textbook evil folks and without any defining characteristic of their own.
Mandar Bose is a glorious exception. Evil? Oh yes he is evil. He will push a man down a cliff, or put a knife down someone’s ribs without hesitation. Thug? Sure he is a thug. He is berated by the cold and menacing Barman for not being the sharpest tool in the box. But he is also funny, super creative in his lies, and has a joie de vivre that is almost addictive. In the movie as well, Kamu Mukherjee, the actor in the role, is greatly loved. A must-read, and certainly, a must-watch!
First published at
The New Indian Express -
The story revolves around a boy named Mukul and his telepathic perception which makes him lonely and restless in his mind and a stranger to his own parents because the memories of his previous life comes to his mind constantly and find outlets in the form of drawing and paintings of some Fortress, scene of ongoing war which the boy recognises as the part of his true identity; and refuses to accept the affections of his present life parents. On hearing this, Doctor Hazra takes interest in him in order to give impetus to his parapsychological research and takes him to a trip to Rajasthan, The Golden Fortress, which the boy claims to be familiar with. Two thuggish men also came across this news on the local daily. In hope to gain some profits from the gems and precious stones which the boy talked about to the reporter, they also followed them to Rajasthan after their failed attempt to abduct a boy whom they confused with Mukul. (to be continued)
-
জাতিস্মর
জাতিস্মরদের পূর্বজন্ম মনে রাখার অলৌকিক ক্ষমতা থাকে।
হঠাত করেই একদিন নিউজপেপারে জাতিস্মরকে মুকুলকে নিয়ে একটা ফিচার বের হয়। খবরটা ফেলুদারও নজরে কারে। তার পর পরই ছেলেটার বাবা, ফেলুদার খোজে চলে আসে ফেলুদার বাড়িতে। জানায় তার ছেলে মুকুলের সামনে ভয়াভহ বিপদ। মুকুলকে মনে করে কারা যেন অন্য একজন ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তার মানে মুকুলকেও সামনে কিডন্যাপ করা হতে পারে। এই সবই মুকুলের একটা কথার প্রেক্ষিতে যে মুকুল পুর্বজন্মের কথা মনে করতে পারছে এবং একই সাথে সে গুপ্তধনের সন্ধান জানে। কিন্তু সমস্যা হল মুকুল প্যারা সাইকোলজির প্রফেসার হাজরার সাথে রাজেস্থানে গিয়েছে আগের জন্মের 'সোনার কেল্লা' খুজতে।
তাই তপসে আর ফেলুদা বেরিয়ে পড়ে রাজস্থানের পথে। মজার কথা হল পথেই তাদের সাথে দেখা হয় জটায়ুর সাথে। -
আজকাল ৫ দিতে অনেক কার্পন্য করি। এটা দিতে বাধ্য করছে।
-
ফেলুদার বাকি সব বিদেশ বিভুঁই এর গল্পের মত এবার রাজস্থান টা ঘুরে আসা হয়ে গেলো । রহস্য রোমাঞ্চ গল্প হিসেবে সোনার কেল্লা জম্পেশ ও টানটান । ভালো লেগেছে । ৪/৫
-
Part of my reading for 100 years of Satyajit Ray, in 2021.
The hybrid book-or-movie? review:
A quiet little boy and his remembrances of a past life. A parapsychologist in pursuit of this enigmatic phenomenon. Two con artists with dreams of twinkling hidden treasures. A private investigator with his 15 year old "satellite". A fearless, adventure loving writer of thrillers. All Rajasthan bound - the land of sand, camels, and forts.
All their paths cross coincidentally, but in parapsychology - Jung would call this "synchronicity".
Sonar Kella is the most memorable in three ways: the first Feluda story to to be made into a film; the introduction of Jatayu - the true sine qua non of the Feluda stories; and my favorite: the introduction of Sidhu Jyatha.
The movie
Sonar Kella the movie dips and rises with respect to the story in my opinion. There are many changes that Ray made for the movie. In the end I can only be glad Ray chose to make this film himself, because this translation of words into images vastly benefitted from his extraordinarily rich direction. The cinematography is magnificent, the casting brilliant, the background score legendary.
My only gripe perhaps with Movie Feluda is his explicit arrogance which is extremely off putting, when compared to the subtlety that Book Feluda has.
Jatayu
Jatayu's introduction is far, far - by leaps and bounds! - better in the movie than in the book. I think anyone who has seen the movie will agree with me, and with the fact that though many Jatayus have come and gone, Santosh Dutta remains the ultimate. He perfectly embodied Jatayu's disarming kindness, the unadulterated thirst for mystery and adventure, the fierce loyalty to his friends matched with a kind of innate self assuredness. The Feluda-Jatayu dynamic evolved into a somewhat silly shtick later on, but their friendship in some of the stories - including Sonar Kella - remains the gold standard of best friend goals for me.
Feluda - Jatayu in the book is far better than this movie counterpart. Whatever changes Ray made for their movie relationship, I can only wonder why.
Sidhu Jyatha
Sidhyeshwar Bose - Feluda and Topshe's Sidhu Jyatha - was Ray's tribute to Nirmal Chandra Kumar, the "first antiquarian of Calcutta". Kumar is said to have helped Ray tremendously in his research for his 1977 film Shatranj Ke Khiladi. (More info on Nirmal Chandra Kumar on Indian Memory Project)
My single biggest aspiration in life is to grow up to be him, and with good reason: "Know it all" Sidhu Jyatha has only a few pleasures in life - his books, his solitude, and wacky combinations of food. Perfect.
In later stories we also come to know of his methodical obsession with maintaining an archive of newspaper cuttings of spicy, mysterious news (shown in the film Sonar Kella) The film features unforgettable dialogues delivered with poetic perfection by Harindranath Chattopadhyay (I was pleasantly surprised to know he was the son of India's first D. Sc. - Aghornath Chattopadhyay, and brother of Sarojini Naidu).
-
I am deeply envious of people who get to read Sonar Kella for the first time. The advantage of the story being told from Topshe's perspective lies in how the the mystery is uncovered. Ray's decision to follow the more cinematic, omnipresent perspective in the film is brilliant in execution, but lacks in build up.
The climax of the story is fantastic, but I doubt that could have been replicated for real in the movie.
The surprise of reading these stories as an adult comes in a few observations: Mukul (the little boy) feels displaced and disinterested in his home in Calcutta, unimpressed with people - even his own parents - unless they promise to take him "home". Following the climax, a trance seems to have broken, and he is ready to leave his Golden Fortress to go back home in Calcutta. True to form, neither the story nor the film explore his character more than what is necessary to explain the plot. While disappointing, it is also understandable. -
জানতে পারা যায় মুকুল নামের এক ছেলে জাতিস্মর এর ক্ষমতা অর্জন করেছে। সে মাঝে মধ্যে একটা সোনার কেল্লা দেখতে পায়। আর দেখতে পায় সেই কেল্লার কাছেই তার বাড়ি ছিল। যেখানে সে তার পূর্ব জন্মে অনেক দামী সম্পদ লুকিয়ে রেখেছিল। ডক্টর হাজরা মুকুলকে নিয়ে রওনা হয়েছেন রাজস্থান এর উদ্দেশ্যে। কিন্তু ঘটনার সাথে আরও জড়িয়ে আছেয় ভবানন্দ নামক এক ভণ্ডের নাম।
এই গল্পেই প্রথম জটায়ুর আবির্ভাব ঘটে। পরিচয়টা এরকমঃ
"এখানে রোদের তেজই আলাদা। সাধে কি আর লোকগুলো এত পাওয়ারফুল। কথাটা এল আমাদের সামনের বেঞ্চি থেকে। ফোর-বাৰ্থ কম্পার্টমেন্ট, আর যাত্রীও আছি সবসুদ্ধ চারজন। যিনি কথাটা বললেন তিনি দেখতে অত্যন্ত নিরীহ, রীতিমতো রোগ, আর হাইটে নিঘাত আমার চেয়েও অন্তত দু ইঞ্চি কম। আমার তো তাও বয়স মাত্র পনেরো, তাই বাড়ার বয়স যায়নি। ইনি কমপক্ষে পয়ত্রিশ, কাজেই যেমন আছেন তেমনই থাকবেন। ইনি যে বাঙালি সেটা এতক্ষণ বুঝতে পারিনি, কারণ বুশ শর্ট আর প্যান্ট থেকে বোঝা খুব শক্ত। ভদ্রলোক ফেলুদার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, অনেকক্ষণ থেকে আপনাদের কথা শুনচি; দূর দেশে এসে জাতভাইয়ের সাক্ষাৎ পাওয়া কি কম সৌভাগ্যের কথা? আমি তো ধরেই নিয়েছিলুম। এই একটা মাস মাতৃভাষাটাকে একরকম বাধ্য হয়েই বয়কট করতে হবে। ফেলুদা হয়তো খানিকটা ভদ্রতার খাতিরেই জিজ্ঞেস করল, কদ্দুর যাবেন? যোধপুরটা তো পৌঁছই, তারপর দেখা যাবে। আপনারা? আমরাও আপাতত যোধপুর। বাঃ–চমৎকার হল। আপনিও কি লেখেন-টেখৈন নাকি? আজ্ঞে না। ফেলুদা হাসল। আমি পড়ি। আপনি লেখেন? জটায়ু নামটা চেনা চেনা লাগচে কি? জটায়ু? সেই যে সব রোমহর্ষক অ্যাডভেঞ্চার উপন্যাস লেখেন? আমি তো পড়েওছি, তার দু-একটা বই—সাহারায় শিহরণ, দুর্ধর্ষ দুষমণ—আমাদের স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে। আপনিই জটায়ু? ফেলুদা জিজ্ঞেস করল। আজ্ঞে হ্যাঁ—ভদ্রলোকের দাঁত বেরিয়ে গেল, ঘাড় নুয়ে পড়ল—এই অধমের ছদ্মনামই জটায়ু! নমস্কার। নমস্কার। আমার নাম প্রদোষ মিত্তির। ইনি শ্ৰীমান তপেশরঞ্জন। ফেলুদা হাসি চেপে রেখেছে কী করে? আমার তো সেই যাকে বলে পেট থেকে ভসভাসিয়ে সোডার মতো হাসি গলা অবধি উঠে এসেছে। ইনিই জটায়ু। আর আমি ভাবতাম, যে রকম গল্প লেখে, চেহারা নিশ্চয়ই হবে একেবারে জেমস বন্ডের বাবা। আমার আসল নাম লালমোহন গাঙ্গুলী। অবিশ্যি বলবেন না কাউকে। ছদ্মনামটা, মানে, ছদ্মবেশের মতোই–ধরা পড়ে গেলে তার আর কোনও ইয়ে থাকে না।"
এই গল্পে আর একটি মোটামুটি নিয়মিত চরিত্রের ও উল্লেখ পাওয়া যায়। আর তিনি হলেন সিধু জ্যাঠা। যার একটা স্বভাব হল ইংরেজি শব্দকে বাংলা কৌতুকপ্রদ শব্দে রূপান্তর করা। যেমনঃ
"parapsychology = পাড়া-ছাই চলো-যাই?
Exhibition = ইস-কী ভীষণ
impossible = আম-পচে-বেল
Dictionary = দ্যাখস-নাড়ী
Governor = গোবর-নাডু"
গল্পের লাস্টে যা বুঝতে পারা যায় তা হল রাজস্থান এ আসার পথে ভবানন্দ ডক্টর হাজরা কে সরিয়ে মুকুলের সাথে গুপ্তধনের খোঁজে ছদ্দবেশি হাজরা হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে থাকে। -
My first addition of Ray's beauty with words. And I must totally accept that it was spectacular.
Pradosh C. Mitter aka Feluda takes his cousin Tapeshranjan aka Topshe to unravel the mystery about a boy Mukul Dhar who claims himself to be a jatismar .
The boy recalls a certain Golden Fortress and talks about the battles that happened in it. He also reveals a treasure hidden deep within, and this revelation has unwanted sects of the society falling in his and parapsychologist Dr. Hemanga Hajra's trail.
The mess starts with them trapping the wrong boy, to trying to throw Feluda and Topshe out of their trail. What happens when they discover the Golden Fortress, and the challenges embedded within forms the rest of the story.
The character development of all in the story was too good, with a uniqueness known to Ray. Starting from Feluda who has a sharp eye for observation facsimileing Agatha Christie's celebrated Hercule Poirot, Topshe, Jatayu- the writer of thrillers, Mandar Bose, Mukul, Sudhir Dhar, Neelu, Hemanga Hajra, all of them had their specialised arcs, carrying on the fast paced story with a uniqueness of its own.
What was unexpected was the twist at the end, but no spoilers here :)
Overall, it was a good read, and I'd vote it a good shot! -
মুকুল এর বাবা এসেছেন ফেলুদার কাছে। মুকুল ১০ বছর এর একটি ছেলে। মুকুল বলে সে কিনা আগের জন্মের। স্থানীয় ভাষায় যাকে বলে জাতিস্মর। সে খালি সোনার কেল্লার কথা বলে। সেই সোনার কেল্লার নীচে গুপ্তধন আছে। তার জন্যই লোভী মানুষরা মুকুল এর পিছনে পড়েছে। এদিকে ড. হাজরা প্যারাসাইকোলজিস্ট মুকুলকে নিয়ে গিয়েছেন রাজস্থানে। সোনার কেল্লা খুঁজে বের করছেন যাতে করে আরো তথ্য বের করতে পারেন মুকুল থেকে। ফেলুদারাও রাজস্থান গেলো মুকুল এর খেয়াল রাখতে। রাজস্থান যাওয়ার পথেই প্রথম পরিচয় হয় জটায়ু উরফে লালমোহন গাঙ্গুলির সাথে যে কিনা রহস্য উপন্যাস লেখেন। কিন্তু মুকুলকে নিয়ে ড. হাজরা এক রাতে পগার পার হয়ে যায়। মুকুলকে খুঁজতে খুঁজতে শত চড়াই উতরাই পার হয়ে সোনার কেল্লা গিয়ে পৌঁছায় ফেলুদারা। সেখানে গিয়ে ড. হাজরাকে হাতে নাতে ধরে। আসলে যাকে ধরা হয় সে হাজরা না সে ভবানন্দ যাকে আসল হাজরা শিকাগোতে ফ্রড হওয়ার জন্য ধরেছিলো। সে এখন দেশে এসে ভন্ডামি করছে। আসল হাজরা ফেলুদা দের সাথেই সোনার কেল্লা আসে।
-
ফেলুদা #6
রাজস্থানের পটভূমিতে লেখা এই কাহিনী। এই গল্পেই জটায়ুর সাথে ফেলুদার আলাপ।
এককথায় গল্পের স্টোরিলাইন হল, রাজস্থানে গিয়ে মুকুল নামের এক জাতিস্মর ছেলেকে চক্রান্তকারীদের হাত থেকে রক্ষা করাই ছিল ফেলুদার কাজ। সাথে আছে গুপ্তধনের ব্যাপার স্যাপার।
কলকাতায় ফেলুদার যে থিম পার্ক আছে ( নাম - সোনার কেল্লা উদ্যান) সেখানেই তিনটে মূর্তি ছিল উটের পিঠে ফেলুদা, তোপসে আর জটায়ু। সেটা দেখার পর থেকেই ভাবছিলাম কবে এই সোনার কেল্লা গল্পটা পড়বো, যাই দেরি করে হলেও পড়া তো হল। সত্যজিৎ রায়ের বর্ণনা তো বরাবরই ভালো লাগে,সেটা নিয়ে কিছু বলার নেই। রহস্য গল্প হিসাবে মোটামুটি লেগেছে আমার। মুকুল বলে ছেলেটির জাতিস্মর হওয়ার ব্যাপারটা পরিষ্কার হল না, সে কি সত্যিই জাতিস্মর ছিল। -
This is my first book by Satyajit Ray who is well known for Feluda series. This is a short & interesting story where the story begin with a boy called Mukul who claim to be jatismar where he recall his past birth & reveals a secret about Golden Fort in Rajasthan. Dr Hajra a parapsychologist took Mukul to Rajasthan to search the golden fort. Due to safety reason, Mukul's father hired Feluda to accompany them to Rajasthan. From the beginning of the travel, Feluda face lots of hurdles to reach the destination & to solve mystery arises throughout the journey.