Title | : | The Emperor's Ring (Feluda, #1) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | 0143335634 |
ISBN-10 | : | 9780143335634 |
Language | : | English |
Format Type | : | Paperback |
Number of Pages | : | 112 |
Publication | : | First published May 1, 1966 |
This is the 1st book in 12 book Puffin series of Feluda's greatest adventures.
The Emperor's Ring (Feluda, #1) Reviews
-
This is a very interesting adventure on how an amateur sleuth, feluda and his cousin, Tapesh, manage to solve the case of the theft of an emperors ring. The journey brings them in contact with mysterious people, scenarios and blood-curdling threats. Unexpected incidents occur, which keep you at the edge of your bed and arouse suspisions in your mind. This book is the first in the amazing feluda series ans a must read for everyone!!
-
ছোটবেলায় আমার বোনকে ফেলুদা পড়তে দেখে আমিও পড়তে নিয়েছিলাম। কিন্তু ওইসময় এই জনরার প্রতি আমার একেবারেই আকর্ষণ ছিল না। বড় হয়েও হয়নি। আসলে থ্রিলার, গোয়েন্দা, মিস্ট্রি এই জনরার বইগুলো পড়া শুরু করেছি ২ বছরের মত হবে। তা যাই হোক, ছোটবেলায় ভালো লাগেনি বলে এখনো ভালো লাগবেনা এরকম একটা ধারণা কেন এতদিন মনে নিয়ে ঘুরছিলাম কে জানে! ফেলুদা ভালো লাগেনি বলে সত্যজিৎ রায়ের আর কিছুই পড়িনি। নিজেকে আমার প্রায়ই বোকা বোকা লাগে। আজকে একটু বেশিই বোকা লাগছে। নাহ, আর দেরি না। আজকে থেকে মিশন সত্যজিৎ শুরু।
-
৪.৫/৫
বেশ ভালো একটা গল্প, আগে থেকেই অনেক টুইস্ট কিছু বুঝতে পারলেও পড়ে আরাম পেয়েছি। আর লখনৌ এর বিবরণ শুনে ছুটে চলে যাওয়ার ইচ্ছা কোনরকম দমিয়ে রেখেছি। -
**4.5 stars**
The story that began my fascination for Satyajit Ray in general. And it has aged really, really well for me. From the characters to the locations, to the celebration of Indian heritage in general (obviously in a non-jingoistic way) to obviously the thriller elements and the way it incorporated the Blue Scorpion and Black Widow spider in the story. Especially the way North India was presented in a mysterious, adventurous way that is astonishingly modernized even when drawing elements from the past. The first story to solidify Feluda’s mark on Bengali literature, and according to me, the popularity is well-deserved. -
I read this series a long time back and loved it! Would recommend, as it was quite entertaining. I need to reread it soon.
-
ফেলুদা সমগ্র কিনে ফেলে রেখেছিলাম, শুরু করবো করবো করে আর হয়ে উঠে নি।তাই বছরের শুরুটা ফেলুদা দিয়েই শুরু করলাম।
বাদশাহী আংটি, পড়ে ফেললাম। ভালোই ছিল সবমিলিয়ে।
অনেকের মতে, ব্যোমকেশের মত ফেলুদা ততটা উপভোগ্য নয়,আসলে ব্যাপারটা সেরকম না।ব্যোমকেশ আর ফেলুদা এক লেখকের লেখা না তাই তাদের চরিত্র সৃষ্টি আর কেস সলভের ধরন হবে আলাদা এটাই স্বাভাবিক।
বাদশাহী আংটির, পুরো ঘটনা ঘটে লাখনোতে।
ফেলুদার কেস সমাধান করার পদ্ধতি খুব আলাদা, সে যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করতে পারেন।
বনবিহারী বাবু চমৎকার একটা চরিত্র যে নিজে চিড়িয়াখানা বানিয়েছেন নিজ ভবনে তার আরো অদ্ভুত শখ আছে, জানতে হলে পড়েই ফেলুন।
#মোটের উপর,খারাপ লাগেনি তবে ফেলুদার চেয়ে বনবিহারী বাবু বেশি দৃষ্টি কেড়েছেন।
☺️☺️ -
জটায়ু ছাড়া আসলে শুধু ফেলুদা-তোপসের কাহিনি ঠিক জমে না। জটায়ু হচ্ছেন যেকোন ফেলুদা-রান্নায় লবণের মতো, তাঁকে ছাড়া সত্যজিতের চিরমুখরোচক রান্নাও কিছুটা আলুনি হয়ে যায়! রহস্যটা একটু বেশিই অনুমেয় লেগেছিল আমার কাছে, হয়ত সেটা সত্যজিৎ-এর একেবারে প্রথম ফেলুদা-উপন্যাস বলেই ঘটনাপরিক্রমা কিঞ্চিত কম চমকপ্রদ, তুলনামূলক কাঁচা হাতের ছাপ থেকে গিয়েছিল। তবে নিখাঁদ অ্যাডভেঞ্চার আর অন-লোকেশন ঝকঝকে স্বচ্ছ দৃশ্যায়ণে সত্যজিৎ বরাবরের মতোই তুলনাহীন, ঠিক পাঠককে একটানে ঘরের কোণ থেকে নিমিষে নিয়ে গেছেন লখনৌয়ের পথেঘাটে-বাড়িতেরাস্তায়, ফেলুদা আর তোপসের সাথে রুদ্ধশ্বাস দৌড় করিয়েছেন সন্দেহভাজন দুর্জনদের পিছু পিছু, তাদের চোখে যেন আমিও প্রত্যক্ষদর্শী লখনৌয়ের ঐতিহ্যবাহি ঐতিহাসিক সব নির্দশনের। সেই সাথে প্রথমদিকের কমবয়সি ফেলুদা-তোপসের মধ্যকার ভ্রাতৃ-রসায়নটাও দারুণ উপভোগ্য ছিল।
-
এটা পড়ার পর আমি লখনৌ এর প্রতি এত আগ্রহী হয়ে উঠছিলাম যে পরে মিনিট তিরিশেক নেট ঘেটে জায়গা গুলো দেখে নিয়েছি। দেখার মতো জায়গা!
-
फेलुदा का पहला कारनामा वाकई रोचक था। रहस्य अंत तक बरकरार रहता है और पाठक को कहानी के साथ बाँध कर रखता है। मज़ा आ गया। फेलुदा चटोरा है दूसरे की प्लेट से लड्डू और मुर्गे टाँगे उठाकर गटक लेता है। ये जानकर अच्छा लगा। सही पटेगी हमारी। :-p :-p
-
এই বইটা পড়ে লখনৌ শহরটা দেখার আকর্ষন হাজার গুনে বেড়ে গেছে। লখনৌকে বলা হয় সিটি অফ নবাব, কাবাব এবং আদাব।। বলা হয় এ শহরের লোক যদি কাউকে গালিও দেয় তবে তা ভদ্রভাবে দেয়। নবাবদের শহর বলে কথা।। আর এ শহরের খাবারতো পৃথিবী বিখ্যাত।।
ফেলুদার পদচারণায় এ শহর বইয়ের পাতায় শুধু আটকে থাকেনি। চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিয়েছে।
রায়সাহেবের লেখনীই এমন।।
2nd book in Feluda series..
The first few books of this series are literally masterpiece...
Solid 5/5... -
আমার প্রথম ফেলুদা। পরবর্তীতে আরো বেশ ক'বার বইটা পড়া হয়েছে। কিন্তু এখনো এর আবেদন এতটুকু কমে নাই। লখনৌর রাস্তাঘাটের বর্ণনা এখনো চোখে ভাসে। তোপসে নেহায়েতই বাচ্চা তখন, জটায়ু তখনো আসেননি। কিন্তু সত্যজিৎ ছিলেন ফুল ফর্মে।
-
ঝুম বৃষ্টিতে গাছঘেরা পরিবেশের সাথে লখনৌর জমজমাট রহস্য দারুণ জমেছে!
-
কাহিনী, রহস্য, রোমাঞ্চ সবই একটু গড়পরতা মানের লাগল। মানে চিরচেনা ফেলুদার মত না। তবে ফেলুদার সাথে সময় কখনোই খারাপ কাটে না। এবারও ফেলুদা, তোপসের সাথে লখনৌও ঘোরা হয়ে গেল।
-
আমার প্রথম ফেলুদা পাঠ এই বইয়েই! দার্জিলিঙের পটভূমিতে ফেলুদা’র গোয়েন্দাগিরি শুরু হয়েছিল, এ-কথা আমরা সবাই জানি। কিন্তু লখনউ থেকে শুরু হয়ে বহুদূরে ছড়িয়ে পড়া এই জমজমাট এবংং প্যাঁচালো রহস্য, যাতে মিশে গেছে চুরি, খুন, ট্যারান্টুলা আর র্যাটলস্নেক, আমার মতে অদ্বিতীয়। আমার কাছে এই কাহিনির আকর্ষণ আরও বেশি, কারণ এতে ফেলুদা একেবারেই নভিস। হয়তো সেজন্যই এই বইয়ের শেষে যখন বাদশাহি আংটি ফেলুদা'র আঙুলেই ওঠে, তখন মনে হয় একেবারে রাজযোটক হল!
না পড়ে থাকলে এক্ষুনি পড়ুন! -
পুরোনো ফেলুদা সিরিজ নতুন করে পড়তে শুরু করেছি। সেই একই রহস্য অথচ এত বছর বাদে এসেও কী ভালোটাই না লাগে। লক্ষ্নৌ যাবার ইচ্ছাটাও আবার মাথাচারা দিয়ে উঠলো সাথে বড় ইমামবাড়ার ভুলভুলাইয়া দেখবার। ফেলুদা সিরিজের শুরুর দিকের গল্পগুলো দারুণ ছিল। বাদশাহী আংটির ছিল জমজমাট রহস্যময় কাহিণী।
-
কাহিনীর শুরুতে দেখা যায় ফেলুদারা লখনৌতে ঘুরতে এসেছে। কিন্তু ঘুরতে আসলেই কি হাতপা গুটিয়ে থাকবে শখের গোয়েন্দা ফেলুদা? বরং তার সাথেও পা পা করে রহস্য হাজির। লোখনৌতে এসে ফেলুদারা তার প্রধান সহযোগী খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে এর কাকা (ধীরুকাকা) এর বাসায় এসে ওঠে। ঘটনা চক্রে কাকার বন্ধু, ডাক্তার শ্রীবাস্তবের সাথে দেখা হয়ে যায় ওখানে। তিনি তাদের একটা আংটি দেখান। যে সে আংটি নয় এটি। বাদশাহী আংটি এটি। আওরংজবের আংটি এটি। আংটিটি সে একজনকে মৃত্যুর হাত থেকে বাচানোর জন্য পেয়েছে।
কিন্তু সমস্যা হল এর পিছনে চোর লেগেছে। তাই নিরাপত্তার জন্য ধীরুকাকার বাসায় রেখে যায় শ্রীবাস্তব আংটিটি। ধীরে ধীরে কাহিনী আরো জমে ওঠে যখন দেখা গেল অনেকেই আংটির ব্যাপারে আগ্রহী। এর মাঝে হঠাত করে বনবিহারী বাবুর (শ্রীবাস্তব বাবুর পড়শি) চিড়িয়াখানা দেখে বাসায় ফিরে এসে দেখে আংটি চুরি গেছে।
ফেলুদা লেগে পড়ল আংটি উদ্ধারের পিছনে। ফেলুদা কি পারবে তার প্রথম অভিজানে সফল হতে?
ফেলুদাকে নিয়ে নতুন করে বলার কিচুই নেই। শঙ্কুর মতন কালজয়ী একটা ক্যারেকটার তৈরী করার পর সম্পূর্ন ভিন্ন ধর্মী আরেকটা ক্যারেকটার কেমনে তঈরী করলেন এটা অবাক করে। মজার বিষয় হল ফেলুদাকে নিয়ে সিরিজ বানানোর বিন্দু মাত্র ইচ্ছে ছিল না সত্যজিতের তাই ফেলুদার প্রথম গল্পে তেমন ভাবে ফেলুদার জাদুকরী ব্যাক্তিত্ব কিংবা ক্যারিজমা ফুটে ওঠেনি। বাদশাহী আংটি থেকেই বরং ফেলুদার ফেলুদা হয়ে ওঠা। -
অসাধারণ কাহিনী। একদম মুগ্ধ হয়ে গেছি। সত্যজিৎ রায়ের লেখার ধরন, বর্ণনার ভঙ্গি এবং যেভাবে গল্পটার পরিণতি দিয়েছেন, তা বেশ তৃপ্তিদায়ক এবং আকর্ষণীয় ছিল। এরই সাথে ফেলুদার ক্ষুরধার বুদ্ধির প্রশংসা করতেই হয় <3
-
Set in Lucknow, Felu Mitter chases the lost ring of Emperor Aurangzeb, amongst the busy streets, the labyrinth in the middle of the city and ends with all its theatricality so characteristic of Feluda in nearby forests.
The audio dramatization by Sabyasachi Chakraborty for Radio Mirchi is also a great one to listen!
My rating - 4/5 -
ফেলুদার প্রথম উপন্যাস। ফেলুদার গোয়েন্দাগিরিতে ফেলুদার একটু ঝলক দেখিয়েছিলেন লেখক। তবে এই লেখাটি প্রমাণ করে দেয় ফেলুদার গোয়েন্দাগিরি তো ছিল কেবল একটি ট্রেইলার মাত্র। ওটা লেখার পরই হয়তো ভেবেছিলেন এটা নিয়ে চমৎকার একটা গোয়েন্দা সিরিজ হতে পারে। ভাগ্যিস এই চিন্তা লেখকের মাথায় এসেছিল, না হলে বাংলা সাহিত্য এই ক্ল্যাসিক সিরিজ থেকে বঞ্চিত হত। আর ফেলুদার গোয়েন্দাগিরি হয়তো ঠাইঁ পেত সত্যজিৎ রায়ের কোন এক গল্পসমগ্রতে।
ফেলুদার গোয়েন্দাগিরি পড়ে ফেলুদা আর তোপসে সম্পর্কে হয়তো একটা ধারণা পাওয়া যাবে। কিন্তু ফেলুদা সিরিজের ফ্যান হওয়ার পিছনে এই বাদশাহী আংটির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ফেলুদার গোয়েন্দাগিরি যখন প্রথমবার পড়েছিলাম তখন এত তাড়াতাড়ি গল্পটা শেষ হয়ে যাওয়ায় মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আগে তিন গোয়েন্দা পড়ার অভ্যাস ছিল, তাই আরও বেশি টুইস্ট আশা করছিলাম। কিন্তু পরের গল্পেই যে রহস্যের ছড়াছড়ি শুরু হয়ে যাবে তা বুঝতে পারিনি। আগের বার ছিল দার্জিলিং আর এবারের পটভূমি লখনৌ। তপেশের বাবার এক বন্ধু থাকেন লখনৌতে। লখনৌ বেড়াতে গিয়ে তপেশের সেই ধীরুকাকার বাড়িতে গিয়ে উঠে ফেলুদা আর তপেশ। সেখানেই পরিচয় হয় অস্টিওপ্যাথ শ্রীবাস্তবের সাথে। এই শ্রীবাস্তবের একটি আংটি আছে সম্রাট আওরঙ্গজেবের আমলের। সেটা নিয়েই পুরো কাহিনীটা।
এই গল্প পড়েই সেই প্রথম র্যাটল স্নেক সম্পর্কে জেনেছিলাম। আর সেটা নিয়ে কৌতূহলের সীমা ছিল না। সাপ যতই অপছন্দের হোক, ঝুমঝুমি জিনিসটা ছিল ভারী পছন্দের। এখনও কোন মুভিতে বা অ্যানিম্যাল প্লানেটে র্যাটল স্নেক দেখালে এই গল্পের কথা আমার সবার আগে মনে পড়ে। আর আমার মত সবারই হয়তো একটা ট্রাভেল প্লেস এর লিস্ট আছে। এটা পড়ে সেই লিস্টে লখনৌর ভুলভুলাইয়া অ্যাড হয়েছে।
রেটিং – ৪.৫/৫ -
Actual rating: 3.5 stars
It has been some years since I read an Indian novella, so the cognition I felt while reading this book was wondrous even though its events date back to mid twentieth century.
Now, about the book : it's a sublimely written short story about robbery of a priceless Mughal ring and how master sleuth Feluda accompanied by Topshe (story's narrator) uncovers the mystery behind it. What follows is a journey full of suspense and intrigue including a deadly encounter with a python in a closed cabin.
I haven't read a lot many short stories so I didn't know what to expect but this book was surprisingly interesting. Feluda, our protagonist was an extremely well written character with great presence of mind and analytical skills (which is of course expected from a mystery novel's hero) but what had me by surprise was the sly way he worked his magic to uncover the enigma. Topshe's character also turned out to be astounding, he was a smart kid who handled situations with great equanimity.
Side characters were all amazing as well and descriptions in the story were perfect (neither too vague nor too vivid) even though this is a translated version.
What disheartened me a bit was the lack of toe curling suspense and slightly rushed ending (though seeing as since this is a short story I don't think my complaints are justifiable) but overall it's a good book to read if you enjoy mysteries and happen to have some spare time on your hands and I'll especially recommend it for children. -
ফেলুদা তখনো বিখ্যাত হয়ে উঠেনি। সেই সময়ে বেড়াতে গিয়ে হাতে আসে অদ্ভুত এক কেস। মহামূল্যবান এক আংটি যা কিনা বাদশাহ আওরঙ্গজেব ব্যবহার করতেন, তা চুরি হয়ে যায়। ফেলুদা শুরু করে তদন্ত। গল্পটি হরিদ্বার, হৃষিকেশ আর লছমনঝোলা ঘিরে। সত্যজিত রায়ের হাতের লেখা ব্যাপক খাসা। উনার কোন ভ্রমন কাহিনী আছে নাকি খোজ নেয়া লাগবে।
ছোট বই, পড়ে খুব মজাই লেগেছে। -
ছোটবেলাতে একবার পড়েছিলাম! ভালো লে���েছিল! কিন্তু কাহিনী ভুলে গেছি! তাই আবার পড়লাম! আবারও ভালো লাগলো!!
-
Let me start by saying that I have been meaning to read Satyajit Ray's book for the longest time. I am so glad that I finally read one of his books and I am elated with the way the book made me feel. I am just sad that it took me such a long time to dive into the books by the master storyteller who has won so many hearts with his beautiful stories. Satyajit Ray created one of the most loved characters of Bengali Literature, the master sleuth Prodosh Chandra Mitra aka Feluda. The adventures of Feluda are hugely popular and close to the heart of the people who have read them. The books on adventures of Feluda have been adapted into movies as well and trust me these movies are also worth watching.
So, the first book that I read under the Feluda series is The Emperor's ring. The book is set in Lucknow. Feluda and his teenage cousin cum assistant Topshe are on a holiday in Lucknow. Feluda has a strong belief that wherever he goes, mystery follows him, and therefore Topshe is very excited about what this holiday has in store for them. The prediction of Feluda comes true when a very priceless Mughal Emperor Aurangajeb's Ring is stolen from under his nose. Feluda decides to investigate this and ends up unveiling a devious criminal.
The story is fast-paced and will keep you totally hooked from the first word to the last word. The suspense and mystery around the various characters of the book are very well woven into the story. The book describes old Lucknow and its charm in such heartwarming ways that it will end up giving you a feeling of long-lost nostalgia. The story setup will give you a feeling of being home. It will make you feel as if you yourself are an integral part of the adventures happening in the book.
I read the translated version of the book by Gopa Mazumdar. I did not feel that I missed anything just because I was reading a translated book. This translated book is a blessing for people like me who don't know how to read Bengali but want to read Feluda's adventures by Satyajit Ray.
Go ahead and read this book. You will absolutely love it. The only thing that you might regret is that you took so much time to explore the amazing stories by the master storyteller of Indian Literature, Satyajit Ray. -
4.8{Mesmerizing)
°Great thrill. ° Shows how freaking awesome feluda is . ° the Twist surprised me ° Ending was great. ° Definition of Simple Yet Gorgeous. ° Must read. -
৩.৮৫/৫
-
অনেক বছর আগেই পড়ার কথা ছিল। বড্ড দেরিতে শুরু হলো আমার ফেলুদা পাঠ।
-
It's a short detective story by one of my favourite authors. Feluda(Pradosh Mitter) was assigned to search the lost emperor's ring, the ring once belonged to the emperore Aurangzeb( last emperor of one of the great dynasties, who ruled over India). As expected Feluda finds the ring along with the culprit so gracefully and without making any effort. Feluda is one of those characters whom I love so much, whom I can easily believe that these characters really happened to be real. Satyajit ray indeed have done a great job. Ray's portrayal of scences, writing style and his language- everything is awesome.
-
Tapesh alongside his dad and Feluda choose to go on a trek to Lucknow to see a companion of Tapesh's dad named Dhiru Kaka. They are roused by Bhoolbhulaiya(a labyrinth) in Baba Imambra, Lucknow. In Dhiru Kaka's home, a man named Srivastav comes to see him. He is concerned that his valuable ring which was talented to him by Pyarelal Seth would be stolen. The ring was beforehand claimed by Emperor Aurangazeb. He gives the ring to Dhiru and solicitations him to protect it in his home. Be that as it may, the ring is stolen soon. The story gets further with each page after it. We will be in a perplexity that who might have stolen it, untill it is uncovered.
-
It was as if I met a long lost friend 😭
What Agatha Christie and Sir Arthur Conan Doyle are to the West,I believe Satyajit Ray is to India.
The book on the left,Feluda stories by Satyajit Ray has been with me from 6th std❤️There onwards started a love for anything detective and anything Feluda in the school library!
That was when I was 12 and now at 20,I was a little apprehensive.."what if my love for Feluda has decreased over the years or maybe the writing style isn't to my taste anymore?" That had happened with the fourth book of Legend series by Marie Lu...But enough with history class,let me tell you,I LOVED THIS BOOK.
Ray has a beautiful way of writing which,now,I can confidently say readers of all ages will enjoy.There's no exaggeration and no embellishments but the twists and turns kept me on the edge of my seat and I tell you,neither then nor now could I guess the solution to the cases Feluda and his cousin Topshe took up.The description of animals from different parts of the world fascinated me and reading a book set in a time well before my birth was very interesting to me.The way Feluda and Topshe go on to open the different gates to the main one that holds the answer to all our questions was indeed very natural and wasn't like rocket science but still I ended up thinking..."why didn't I think this way?"
The different places of North India described were written so well that I felt as if I was with them all along!Some fun facts like Lucknow was previously Laxmanavati and "pandas" to trace our ancestry were not only in Gaya but also in Haridwar were nice to know.
Also,Feluda asked Topshe questions to solve th mystery alongwith him which jogged our brains too! Something like Blue's clues tv show.
There were a few errors which I feel might have been because it was a translation from Bengali to English?
That's why I have given 4stars and not because of the story!
So,any mystery thriller or adventure fan,pick it up,you won't regret reading it -
খুব খুব খুব সুন্দর।
বইটার নাম শুনেই খুব রোমাঞ্চ বোধ হচ্ছিল। ফেলুদা সিরিজের দ্বিতীয় বই এটা। ফেলুদার বয়সটা তখন কম হলেও, সাহসের কোনো কমতি নেই। ডিটেকটিভ তকমা এখনো জোটেনি। তবে দেরি আর কই।
লখনৌ এর বড় ইমামবাড়া, ভুলভুলাইয়া- বাঙালিরা যাকে বলে ঘুলঘুলিয়া, বনবিহারী বাবুর সংগ্রহশালার হিংস্র জানোয়ারের অদ্ভুত শব্দ — সব মিলিয়ে আচ্ছন্ন হয়ে ছিলাম বইটার মাঝে।
লছমনঝুলার এঁকেবেঁকে চলা পাহাড়ি রাস্তার রোমাঞ্চকর পরিবেশ, আর এদিকে চুনি-নীলা-হীরকে মোড়ানো বাদশাহী আংটির মীমাংসা — সত্যজিৎ রায় পুরোপুরি জমিয়ে রেখেছেন পাঠককে।
"বাদশাহী আংটি" দিয়ে ফেলুদার যাত্রা শুরু হলো, এরপর ফেলুদার রোমাঞ্চকর অভিযানগুলোয় সঙ্গী হবেন সব বয়সের বাঙালি পাঠক।