রক্ত তৃষ্ণা by Manish Mukhopadhyay


রক্ত তৃষ্ণা
Title : রক্ত তৃষ্ণা
Author :
Rating :
ISBN : -
Language : Bengali
Format Type : Kindle , Hardcover , Paperback , Audiobook & More
Number of Pages : 152
Publication : Published January 1, 2020

চিন্তার সত্যিই কোন কারণ থাকত না যদি না আমি মেয়েটাকে নিজের চোখে দেখতাম! এই কেসটা খুব কাছ থেকে দেখছেন পাহাড়ী বাবু. উনি আজ অফিসে এসে বললেন "মোজেস সাহেব মানুষ খেকো ডাইনি দেখেছেন নাকি কখনো? যদি দেখতে চান তো আজ দুপুরে আমার সঙ্গে আলিপুর থানার লকআপে চলুন. পরশু একটা কেস এসেছে বুঝলেন".
হাসলাম আমি. ধুস! মানুষ খেকো ডাইনি সে আবার হয় নাকি? "আরে হয় কি হয় না একবার নিজের চোখেই দেখে আসবেন চলুন না" বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটা বললেন পাহাড়ী বাবু. আমিও ওর সঙ্গেই চলে গেলাম থানায়.
এটুকু বলেই থামতে বাধ্য হল মোজেস. বেটি একটা ট্রে তে করে সরু সুন্দর গ্লাসের দু গ্লাস রোজ ওয়াইন আর ফ্রুট কেক নিয়ে এসে দাঁড়িয়েছে ওদের সামনে.
মোজেস বেটিকে হাতের ইশারায় একটা চেয়ার দেখিয়ে চুপ করে বসতে বলে আবার কথা বলা শুরু করল. "মেয়েটাকে একটা আলাদা সেলে আটকে রেখেছে ওরা. আমি যখন ওই সেলে ঢুকলাম সঙ্গে পাহাড়ী বাবু আর থানার ইনচার্জ. মেয়েটার হাত পা গুলো ছিল শেকল দিয়ে বাঁধা. মাথা নীচু করে বসেছিল ও. পাথরের মূর্তির মত নিথর হয়ে বসে থাকা মেয়েটা হঠাৎ করে একেবারে সোজাসুজি আমার দিকে তাকাল. আর আমাকে অবাক করে বলল- "আর একজন বেঁচে আছে তো ওটাকেও মারব"! ইনচার্জের চিৎকার আর মেয়েটার কথা শুনে আমি স্তম্ভিত!
এরপরেই মাটিতে বসে হাঁটুর মধ্যে মাথা গুঁজে বিশ্রী ভাবে "উঁ উঁ উঁ উঁ" করে কাঁদতে লাগল..


রক্ত তৃষ্ণা Reviews


  • Riju Ganguly

    রোমাঞ্চকর তান্ত্রিক হরর কাহিনি। ইতিহাসের বাস্তব আর কল্পনার নানা জিনিস মিশিয়ে লেখা। রক্ত আর মাংসের ছড়াছড়ি হয়েছে একেবারে। যাঁরা এ-সব পছন্দ করেন তাঁরা গোগ্রাসে গিলবেন।
    আমার একবার পড়তে নেহাত মন্দ লাগেনি।

  • Aishu Rehman

    যে লেখকের হাত থেকে 'নরক' এবং 'ধুমাবতির মন্দির' র মতো লেখা বের হয় তার কাছ থেকে এই লেখা আশা করা যায় না।

  • Bong Soweak

    Chole jaay kono moto one time read