Title | : | কলিকাতা ৭০ |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
ISBN-10 | : | 9789387753983 |
Language | : | Bengali |
Format Type | : | Paperback |
Number of Pages | : | 144 |
Publication | : | First published January 1, 2020 |
কলিকাতা ৭০ Reviews
-
নকশালবাড়ি আন্দোলন একসময় স্বাধীন ভারতের রাজনৈতিক লড়াইয়ের ইতিহাসকেই বদলে দিয়েছিল বলে মনে করা হয়। সেইসময় সমগ্র দেশ জুড়ে শ্রমজীবী মানুষের শোষণের শেকল ছেঁড়ার এক অভাবিত মুক্তি-সংগ্রাম ছিল এটি। ঠিক এই পটভূমিতে দাঁড়িয়েই লেখক শুনিয়েছেন রুদ্র ও ইন্দ্রাণীর গল্প। তাদের ভালোবাসার আখ্যান। গোটা উপন্যাসটি পড়তে পড়তে কখনও আপনি মনুষ্যরূপী পিশাচদের কর্মকাণ্ডে শিউড়ে উঠবেন, কখনও বা প্রতিকূল পরিস্থিতিতেও কিছু মানুষদের সমাজ বদলানোর ভাবনাকে স্যালুট জানাবেন। কিন্তু এইসব কিছু ছাপিয়ে আপনার মনের খুব ভিতরটায় তুলোর মত ভাসতে থাকবে কিছু কথা ... " আমার প্রতি তোমার এতটুকুও ভালোবাসা যদি থেকে থাকে তাহলে প্রকৃতি আমাদের দেখা করিয়ে দেবে। হয়তো কোনো পাহাড়ি স্টেশনে অথবা শরৎকালের অকালবোধনের সময় কোনো বাঁশের গন্ধ ওঠা পূজা প্যান্ডেলে তোমার-আমার ঠিক দেখা হয়ে যাবে। আমি তখন সাহস সঞ্চয় করে তোমাকে বলব, আমি এ পৃথিবীর সবটুকু ভালোবাসা দিয়ে শুধু তোমাকেই ভালোবেসেছি।"
রক্ষাকবচ, ধূমাবতীর মন্দির ও নরক এর পর ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে লেখক যে এরকম একটি গল্প নামাতে পারবেন তা না পড়লে বিশ্বাস হয় না। যদিও লেখক যে প্রেমের গল্প বুনতে পারেন তা ধূমাবতীর মন্দিরে শঙ্খশুভ্র আর সুকন্যার কথোপকথনের একটা ছোট্ট সিকোয়েন্সের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছিলেন। যাই হোক, এখানেই থামছি.. বাকিটা না হয় আপনারাই এক্সপ্লোর করুন। সুযোগ পেলে অবশ্যই পড়ুন। নমস্কার!
বি.দ্র: স্বর্ণাভ বেরার করা প্রচ্ছদটি বেশ ভালো। -
বই : কলিকাতা ৭০
লেখক : মনীষ মুখোপাধ্যায়
প্রকাশনী : দ্য ক্যাফে টেবিল
বিষয় : সামাজিক উপন্যাস
প্রথম প্রকাশ : জানুয়ারি, ২০২০
প্রচ্ছদ : স্বর্ণাভ বেরা
মুদ্রিত মূল্য : ১৭৫ টাকা
হার্ড পেপারব্যাক, ১৪৪ পাতা
"....আমার প্রতি তোমার এতটুকুও ভালোবাসা যদি থেকে থাকে তাহলে প্রকৃতি আমাদের দেখা করিয়ে দেবে। হয়তো কোনো পাহাড়ি স্টেশনে অথবা শরৎকালের অকালবোধনের সময় কোনো বাঁশের গন্ধ ওঠা পূজা প্যান্ডেলে তোমার-আমার ঠিক দেখা হয়ে যাবে। আমি তখন সাহস সঞ্চয় করে তোমাকে বলব, আমি এ পৃথিবীর সবটুকু ভালোবাসা দিয়ে শুধু তোমাকেই ভালোবেসেছি।.."
এটি একটি চিঠির অংশবিশেষ। বলাই বাহুল্য, প্রেমপত্র। প্রেম নিবেদনের এই ব্যাকুল আর্তি এক মধ্যবয়স্ক ডাকবাবু'র, যে তার কর্তব্যের ঘেরাটোপে বন্দী প্রেমহীন জীবনে খুঁজে পেয়েছিল ভালোবাসা। এই গল্প তার। এই গল্প কলেজে পড়াশোনা করা, বিপ্লবের চেতনায় বিভোর সেই মেয়েটিরও, যে এক সময় স্রেফ ভালোবাসা কে অবলম্বন করে সংসারের স্বপ্ন দেখেছিল। এই গল্প রায় বাবুর মতন এক মানুষের, যিনি দিনবদলের দিন গুনে ছিলেন। এই গল্প সেইসব মানুষগুলোরও, যারা অস্থির উত্তাল সাতের দশক কে উপলব্ধি করেছিল মননে, চিন্তনে। এতটা বলার পরে, স্বাভাবিক ভাবেই যেটি না বললেই নয়, তা হলো যে এই উপাখ্যান কে রিভিউ নামক আতশকাঁচের তলায় ফেলে ছিন্নভিন্ন করার নয়! তাহলে?? এই বইটি পড়ে, হৃদয়ে ধারণ করার জন্য। বর্তমান সময়ের সাহিত্যে, তন্ত্র নির্ভর লেখালেখির ঝোঁক বেড়েছে। যদিও পাঠক হিসেবে আমার দিক থেকে এটি কোনো অভিযোগ নয় মোটেই। উক্ত লেখকও মূলতঃ সেই ধারাতেই অবগাহন করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই। সাহিত্যের কোন জ্যঁরে টি শ্রেষ্ঠ, সেটি বিতর্কের বিষয় হিসেবেই তোলা থাকুক। কিন্তু লেখক থেকে সু-লেখক হওয়ার একটি চমৎকার পথ পাড়ি দিয়েছেন মনীষ বাবু, এই প্রেম ও বিপ্লবের উপাখ্যানের মাধ্যমে। চট করে যে শব্দটি সচরাচর কলম থেকে বেরোতে চায় না, এই বইটি পড়ে তা বলতেই পারি... আনপুটডাউনেবল। স্বপ্ন-স্বপ্নভঙ্গ-যন্ত্রণা-বিশ্বাস-বিশ্বাসঘাতকতা-পাশবিকতা- আদর্শ এবং, প্রেম.... সবকিছু মিলেমিশে এক অনবদ্য পরিবেশন কলিকাতা ৭০।
রক্ষাকবচ, ধূমাবতীর মন্দির ও নরক এর পর ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে লেখক যে এরকম একটি গল্প নামাতে পারবেন তা না পড়লে বিশ্বাস হয় না। যদিও লেখক যে প্রেমের গল্প বুনতে পারেন তা ধূমাবত���র মন্দিরে শঙ্খশুভ্র আর সুকন্যার কথোপকথনের একটা ছোট্ট সিকোয়েন্সের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছিলেন। যাই হোক, এখানেই থামছি.. বাকিটা না হয় আপনারাই এক্সপ্লোর করুন। সুযোগ পেলে অবশ্যই পড়ুন। নমস্কার!