নরক by Manish Mukhopadhyay


নরক
Title : নরক
Author :
Rating :
ISBN : -
ISBN-10 : 9788194112
Language : Bengali
Format Type : Paperback
Number of Pages : -

amazing e-book, নরক by manish mukhopadhyay this is very good and becomes the main topic to read, the readers are very takjup and always take inspiration from the contents of the book নরক, essay by manish mukhopadhyay. is now on our website and you can download it by register what are you waiting for? please read and make a refission for you


নরক Reviews


  • Riju Ganguly

    প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য হরর উপন্যাস লেখার ক্ষেত্রে এপার বাংলা ওপারের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে। তবে যে লেখকেরা সেই অবস্থাটা গত বছরদুয়েকে বেশ কিছুটা বদলেছেন, তাঁদের মধ্যে মনীষ মুখোপাধ্যায় শুধু অন্যতম নন, শীর্ষস্থানীয়। তাঁর লেখা দুটি ভয়ালরসের বড়োগল্প নিয়ে তৈরি হয়েছে এই বইটি।

    প্রথম কাহিনি 'নরক': কিছুটা খেয়ালের বশেই কলকাতাবাসী এক লেখক অনলাইনে আনানোর চেষ্টা করেন একটি বই। ক্রমে, নানা দুর্ঘটনা আর ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে বোঝা যায়, ঠিক কোন বই আনাতে চাইছেন লেখক। তারই পাশাপাশি চলতে থাকে বইটিকে নিজের কবজায় নেওয়ার জন্য আরেকটি মরিয়া মানুষের প্রয়াস। শেষে কী হয়— তাই নিয়েই নরক।
    গল্পটা দারুণ, তবে বড়ো তাড়াতাড়ি ফুরিয়ে গেছে। বরং বইটির ইতিহাস বলার সময়, খণ্ড দৃশ্যগুলোর বর্ণনায়, সর্বোপরি বাংলা ভাষার ন্যারেটিভ স্ট্রাকচারে লাভক্র‍্যাফটিয়ান হররের পরিবেশনে লেখক যে বর্ণনা দিয়েছেন তা পড়তে গিয়ে শিউরে উঠতে হয়। এতে 'একজোড়া চোখ খোঁজে আর একজোড়া চোখকে'-র কল্পবিজ্ঞান বা আত্মানুসন্ধান নেই, তবে আছে বিশুদ্ধ হরর।

    দ্বিতীয় কাহিনি 'চুবুর-ব্রোল-ওয়া': মেডিকেল কলেজের এক জনপ্রিয় সিনিয়র আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। কিন্তু কেন? উত্তরে সে জা বলল, তা আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য। কিন্তু সেই নিয়ে আর কিছু ভাবার আগেই শুরু হয়ে গেল একের পর এক নৃশংস হত্যা— প্রথমে পশুপাখি, তারপর মানুষ! কে করছে এ-সব? কী চায় সে? তাকে কি ঠেকানো যা��ে?
    চিকিৎসাবিজ্ঞানের তত্ত্ব ও ভাবনা, কলেজের আবহ, আর বৌদ্ধতন্ত্রের রহস্যময় ও স্বল্পজ্ঞাত 'কালচক্রযান'— এই তিনের প্রয়োগে এক বীভৎস কাহিনি নির্মাণ করেছেন লেখক। এগুলোর বর্ণনায় লেখকের মুনশিয়ানা প্রশ্নাতীত। তবে আমার বেশি ভালো লেগেছে গল্পে কথকের বাস্তবানুগ চরিত্রচিত্রণ— যে নিজের দ্বিধা, ভয়, দুর্বলতা অতিক্রম করে লড়ে গেছে মহাশক্তিধর শত্রুর বিরুদ্ধে।

    সব মিলিয়ে বাংলা ভয়ের সাহিত্যে এই ছোট্ট বইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। নন-লিনিয়ার ন্যারেটিভে লেখনীর কিঞ্চিৎ আড়ষ্টভাব ছাড়া এই বইয়ের দুর্বলতা নিয়ে আমার কিছু বলার নেই। ছাপা, প্রচ্ছদ এবং অলংকরণ চমৎকার। এই বইটি না পড়লে মস্ত লোকসান হবে কিন্তু।

  • Madhurima Nayek

    ধূমাবতীর মন্দির অসাধারণ লেগেছিলো, সেখান থেকেই লেখকের সাথে পরিচয়।তখন থেকেই লেখকের ফ্যান হয়ে গিয়েছি। ভয��ানক আবহ তৈরিতে লেখকের জুড়ি মেলা ভার। এখানের দুটো গল্পই পিশাচদের নিয়ে। যারা বইটা শুরু করতে যাচ্ছেন তাদের সাজেস্ট করবো রাতের বেলা শুরু করতে তবেই আসল স্বাদটা উপভোগ করতে পারবেন।

    নরকঃ আচ্ছা যদি দেখেন আপনার বাড়িতে চলেফিরে বেড়াচ্ছে ছাগলের মাথা ওয়ালা মানুষের শরীর বিশিষ্ট ও পায়ের জায়গায় খুর এমন এক অদ্ভুত প্রাণী, যা কিনা সাক্ষাৎ শয়তান কেমন অনুভব হবে আপনার !? ঠিক এরকমটাই ঘটে কিশোরীলালের সাথে।লেখক কিশোরীলাল ঘোষ অনলাইনে অর্ডার করেন নেক্রোনোমিকম নামের এক দুষ্প্রাপ্য বই।যা খোলার সাথে সাথে খুলে যায় নরকের দরজা, শুরু হয় ভয়াবহ সব ঘটনা।

    গল্পটায় ভয়াল রসের যথাযথ ব্যবহার করা হলেও শেষটা যেনো বড্ড তাড়াহুড়োয় শেষ হয়েছে,আমার তো মনে হচ্ছিল যেনো শেষই হয়নি। ঠিক মন ভরলো না, আরও কিছু আশা করেছিলাম।

    চুবুর ব্রোল ওয়াঃ
    কখনও কি শুনেছেন মৃত মানুষ জেগে উঠেছে ?
    হ্যা এখানে তাই ঘটেছে।মেডিকেল কলেজের সেরা এক সিনিয়র ছাত্র সুইসাইড করতে চেষ্টা করে। তবে আসল ঘটনা অন্যরকম এবং অবিশ্বাস্য। তার পরীক্ষা করা এক লাশ জীবন্ত হয়ে ওঠে অর্থাৎ যাদের বলে জম্বি এবং সে চায় শুধু রক্ত। এরপর থেকে শুরু হয় মৃত্যুলীলা।শুধু মেডিকেল কলেজ না, গোটা শহর ভয়ংকর বিপদের মুখে পড়ে। এর শেষ কোথায় ?

    এই গল্পটা ভীষণ ভয়ের। কেউ রাতে পড়লে ঘুম উড়ে যাবে। এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে।

  • Saubhik Sarkar

    Lekhoker ato din e lekha 3 te boi er modhye eta best. Chubur brol wa golpoti r poribesh valo toiri korechen. Good read.

  • Tanmoy Biswas

    ভালো কিন্তু বড়ই অগোছালো, সবকিছু যেনো খুব তারহুরও করে শেষ করা।

  • Bong Soweak

    Etay ektu bhoi lagte pare, prochur hingsha rokto opodebota onek kichui ache, kharap lagbe naa, one time read vaalo.