নিঃসঙ্গ পাইন by Jahanara Imam


নিঃসঙ্গ পাইন
Title : নিঃসঙ্গ পাইন
Author :
Rating :
ISBN : -
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 62
Publication : Published January 1, 1990

নিঃসঙ্গ পাইন


নিঃসঙ্গ পাইন Reviews


  • Farzana Raisa

    ভাল্লাগসে খুব বইটা... যদিও হুট করেই শেষ হয়ে গেছে।

    চিরচেনা শহর, দেশ আর আত্মীয়স্বজনকে পিছনে ফেলে নতুন সংসার গোছাতে আমেরিকায় পারি দেয় সাদাসিধে সহজ-সরল মেয়ে সাকিনা। নতুন দেশে, নতুন জায়গায় স্থির হতে না হতে জীবনে একটা বিশাল ধাক্কার মুখোমুখি হয় সে। গল্পটা সাকিনার একার.. ঠিক ওই নি:সঙ্গ পাইন গাছটার মতোই।

    নিজেকে মেয়ে ভাবার আগে মানুষ ভাবা শিখতে হবে, আত্মসম্মান আর মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য সবার আগে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি-ব্যক্তিগতভাবে খুব মানি এই কথাটা। আজকালকার যুগে প্রচলিত উইম্যান ইম্পাওয়ারমেন্টের মটো এভাবে বইয়ের পাতায় উঠে আসতে দেখায় মনে হল ব্যাপারটা আরো ভালো করে রিয়েলাইজ করা গেল। বইয়ের সবচেয়ে বড় চমক বোধহয় জাহানারা ইমাম নিজে।
    অসম্ভব ভালো লেগেছে। ❤️

  • Ësrât Járïñ

    সাকিনা বলল,"কি অদ্ভুত নাম!লোন পাইন রোড.
    মানে নিঃসঙ্গ একাকী একটি পাইন গাছের রাস্তা"
    .

    খুব সাধারণ চোখ না পড়ার মতো ছোট্ট দুটো লাইন, কিন্তু গভীর তার ভাবার্থ.মানুষ যদি একটি গাছ হয়,তবে জীবন নামের রাস্তায় সে আসলেই বড়ই নিঃসঙ্গ।

    আর এই জীবন যদি শুরু হয় বাঙালি আচার ব‍্যবহারে বড় হওয়া এক মেয়ে যার ঘরের বাইরে বের হওয়ার আগেই হোক বা জীবন সাথী বেছে নেওয়ার বিষয়ে;বাপ ভাইয়ের বিশেষ উপদেশ, আদেশ নিষেধ প্রতিপদে মেনে চলাই একমাত্র ভবিতব্য।
    সেখানে বিদেশ বিভুঁইয়ে ঘর ভেঙে যাওয়ার পর একা লড়াইয়ের পথটা বেশ সুখকর নয়,বিশাল পৃথিবী বহু দিকে এগিয়ে গেলেও আজন্ম সংস্কারে মানসিকভাবে পরনির্ভরশীলতার পরগাছা হয়ে পতির পূনে‍্য সতীর পূন‍্য এই বানী দিব‍্যজ্ঞানে আজো বাঙালির অস্থিমজ্জাগত।

    এরকম একটি জায়গা থেকে জীবনের এক ভ্রান্তিকে ভুলতে অন‍্য ভ্রান্তিতে জড়িয়ে না পরা এক আটপৌরে সাধারণ মেয়ে গল্পের কারিগর জাহানারা ইমাম মনের অন্ধি-সন্ধিকে উলট পার্ট করে পুনরায় ভাবতে বাধ্যই করে।

    রেটিং:🌠🌠🌠
    2/06/21

  • Daina Chakma

    জাদুর শহরে নতুন একটি ম্যাজিক প্লেসের খোঁজ পেয়েছি- দীপনপুর। বুকশপ কাম ক্যাফে। এখানে বসেই পড়ে ফেললাম বইটা।

    গল্পটা সাদাসিধে।
    "লোন পাইন রোড" নামে একটা রাস্তা আছে মিশিগান শহরে। রাস্তার মানের মতই বিষাদগ্রস্থ মেয়ে সাকিনার গল্প নিঃসঙ্গ পাইন।

    রেটিং- তিন তারা।

  • Shotabdi

    হুট করে যেন শেষ হয়ে গেলো সাকিনার কাহিনী। আর ইয়াসমিনের সাথেই বা কী রহস্য ছিল খোলাসা হল না। লেখিকা নিজেকে উপন্যাসটির একটি চরিত্র হিসেবে যেভাবে দাঁড় করিয়েছেন, তা সত্যিই অভিনব। তবুও একটু যেন খাপছাড়া। কোন চরিত্রই ঠিকমতো বিকশিত হয়ে উঠতে পারেনি মনে হয়েছে।

  • Masum Billah

    সাকিনা, ভার্সিটি পড়ুয়া এক মেয়ে। হটাৎ করে বিয়ে হয়ে যায় আমেরিকা প্রবাসী ডাক্তার ছেলের সাথে। পাচ মাসের মাথায় অন্তসত্তা সাকিনা পাড়ি জমায় স্বামীর কাছে আমেরিকা। সেখা���ের সাকিনার জীবন যুদ্ধ লেখিকা তুলে ধরেছেন অসাধারণ তুলির আচড়ে। মুগ্ধ হয়ে পড়ার মতো একটা বই।

  • Dipa Chakraborty

    " অন দ্য রিবাউন্ড- এক ভ্রান্তি থেকে মুক্তি পেতে না পেতে দ্বিতীয় ভ্রান্তিপাশে আমি কিছুতেই পড়ব না স্ট্যানলি। পণ করেছি।"