![বিদায় দে মা ঘুরে আসি](https://images-na.ssl-images-amazon.com/images/S/compressed.photo.goodreads.com/books/1436466333i/25878724.jpg)
Title | : | বিদায় দে মা ঘুরে আসি |
Author | : | |
Rating | : | |
ISBN | : | 9844650933 |
Language | : | Bengali |
Format Type | : | Hardcover |
Number of Pages | : | 70 |
Publication | : | First published February 1, 1989 |
বিদায় দে মা ঘুরে আসি Reviews
-
" কেন যুদ্ধ হয়? কেন মায়ের বুক খালি করে ছেলেরা যুদ্ধে যায়? কেন হাসি হাসি মুখ করে ছেলেরা বলে 'বিদায় দে মা ঘুরে আসি?' ওরা তো জানেই,সবাই ফিরে আসতে পারবে না,তবু কেন ওরা অমন হাসি হাসি মুখে মায়ের বুক- ভরা ভালোবাসা পেছনে ফেলে যুদ্ধে চলে যায়? স্বাধীনতা যুদ্ধে যেতে হয় বলে। "
শহীদ জননী জাহানারা ইমামের বিখ্যাত বই "একাত্তরের দিনগুলি" র কথা সবাই জানে। এই বই একাত্তরের মুক্তিযুদ্ধকে জানার জন্য অন্যতম একটা বই। তবে দুঃখের বিষয় হলো বইটা বড়দের। ছোটরা এই বই পড়তে পারবে না। তাই এই বইয়ের কিশোর ভাষ্য তৈরি করা হয়েছে। নাম "বিদায় দে মা ঘুরে আসি"। সহজ ভাষায় চমৎকার ভাবে যুদ্ধের নয় মাসের অবস্থা বর্ণনা করা হয়েছে। এছাড়া ও রয়েছে ইলাস্ট্রেশন, যা বইয়ের সৌন্দর্য কে বৃদ্ধি করেছে। সব মিলিয়ে দারুণ একটা বই। ছোটদের জন্য একদম মাস্টারপিস। -
"একাত্তরের দিনগুলি" যারা পড়েছেন তাদের এই বইটা না পড়লেও চলবে। এটা অনেকটা বলা যায় একাত্তরের দিনগুলির ছোটোদের ভার্সন। ছোটোদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে শহীদ জননী জাহানারা ইমামের এটা এক অনবদ্য প্রচেষ্টা। যদি সম্ভব হয় আপনার সন্তান কে বা ছোট ভাই-বোনকে বইটি পড়তে দিন। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হোক প্রতিটা বাঙালীর হৃদয়ে।
-
একাত্তরের দিনগুলিতে জাহানারা ইমাম যেই ঘটনাগুলোর মোটামুটি বিবরণ দিয়েছেন, এই বইটাতে সেই ঘটনা গুলোরই একটা সারসংক্ষেপ আছে, কিন্তু এখানে যেন ছেলেকে হারিয়ে মায়ের অনুভূতিগুলোর হতবিহবল দিকটা বেশ খোলামেলাভাবে প্রকাশ পেয়েছে।
-
একাত্তুরের দিন গুলির বইয়ের জুনিয়র ভার্সন এটা।