বিদায় দে মা ঘুরে আসি by Jahanara Imam


বিদায় দে মা ঘুরে আসি
Title : বিদায় দে মা ঘুরে আসি
Author :
Rating :
ISBN : 9844650933
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 70
Publication : First published February 1, 1989

১৯৭১ সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধের সময় ঢাকায় অবস্থানরত এক মায়ের দৃষ্টিকোন থেকে যুদ্ধের নানা ঘটনার বর্ণনা রয়েছে বইটিতে। একাত্তরে ঢাকায় গেরিলা বাহিনী কার্যক্রমের ছোট একটি চিত্র পাওয়া যায়।


বিদায় দে মা ঘুরে আসি Reviews


  • Chinmoy Biswas

    " কেন যুদ্ধ হয়? কেন মায়ের বুক খালি করে ছেলেরা যুদ্ধে যায়? কেন হাসি হাসি মুখ করে ছেলেরা বলে 'বিদায় দে মা ঘুরে আসি?' ওরা তো জানেই,সবাই ফিরে আসতে পারবে না,তবু কেন ওরা অমন হাসি হাসি মুখে মায়ের বুক- ভরা ভালোবাসা পেছনে ফেলে যুদ্ধে চলে যায়? স্বাধীনতা যুদ্ধে যেতে হয় বলে। "

    শহীদ জননী জাহানারা ইমামের বিখ্যাত বই "একাত্তরের দিনগুলি" র কথা সবাই জানে। এই বই একাত্তরের মুক্তিযুদ্ধকে জানার জন্য অন্যতম একটা বই। তবে দুঃখের বিষয় হলো বইটা বড়দের। ছোটরা এই বই পড়তে পারবে না। তাই এই বইয়ের কিশোর ভাষ্য তৈরি করা হয়েছে। নাম "বিদায় দে মা ঘুরে আসি"। সহজ ভাষায় চমৎকার ভাবে যুদ্ধের নয় মাসের অবস্থা বর্ণনা করা হয়েছে। এছাড়া ও রয়েছে ইলাস্ট্রেশন, যা বইয়ের সৌন্দর্য কে বৃদ্ধি করেছে। সব মিলিয়ে দারুণ একটা বই। ছোটদের জন্য একদম মাস্টারপিস।

  • Shaid Zaman

    "একাত্তরের দিনগুলি" যারা পড়েছেন তাদের এই বইটা না পড়লেও চলবে। এটা অনেকটা বলা যায় একাত্তরের দিনগুলির ছোটোদের ভার্সন। ছোটোদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে শহীদ জননী জাহানারা ইমামের এটা এক অনবদ্য প্রচেষ্টা। যদি সম্ভব হয় আপনার সন্তান কে বা ছোট ভাই-বোনকে বইটি পড়তে দিন। মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হোক প্রতিটা বাঙালীর হৃদয়ে।

  • Ruhin Joyee

    একাত্তরের দিনগুলিতে জাহানারা ইমাম যেই ঘটনাগুলোর মোটামুটি বিবরণ দিয়েছেন, এই বইটাতে সেই ঘটনা গুলোরই একটা সারসংক্ষেপ আছে, কিন্তু এখানে যেন ছেলেকে হারিয়ে মায়ের অনুভূতিগুলোর হতবিহবল দিকটা বেশ খোলামেলাভাবে প্রকাশ পেয়েছে।

  • Mousumi Maya

    একাত্তুরের দিন গুলির বইয়ের জুনিয়র ভার্সন এটা।