Title | : | সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু, #2) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | 8170669219 |
ISBN-10 | : | 9788170669210 |
Language | : | Bengali |
Format Type | : | Hardcover |
Number of Pages | : | 128 |
Publication | : | First published May 1, 1978 |
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু, #2) Reviews
-
কাকাবাবুর বই মানেই অন্যরকম একটি অনুভূতি। কিছুটা জ্ঞান কিছুটা অ্যাডভেঞ্চার কিছুটা রহস্য মিলিয়ে অন্য রকম এক ভালোলাগা কাজ করে। যখনই কাকাবাবু পড়ি তখনই অনুপ্রেরনা পাই। কাকাবাবুর একটি পা প্রায় অচল এমন অবস্থাতেও তিনি কোন কিছুকে পরোয়া করেন না। এজন্যই অনুপ্রেরণা পাই কাকাবাবু পড়লে। এই উপন্যাসটির বেলায় যদি বলি ভালো লেগেছে তাহলে ভুল বলা হবে অনেক অনেক অনেক ভালো লেগেছে।
সবেমাত্র পরীক্ষা শেষ হয়েছে ৷ ক্লাস নাইন থেকে সন্তু এবার টেনে উঠবে ৷ শেষ পরীক্ষার দিনই কাকাবাবু জিজ্ঞেস করেছিলেন,সন্তু,এখন তো তোমার ছুটি থাকবে,আমর সঙ্গে বেড়াতে যাবে এক জায়গায় ? এবার সন্তু আর কাকাবাবু সাথে আমরা যাচ্ছি আন্দামানের একটা ছোট দ্বীপ পোর্ট ব্লেয়ার ৷ এবার রহস্য হলো প্রায় পঞ্চাশ বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু বৈজ্ঞানিক এই দ্বীপে এসে নিরুদ্দেশ হয়ে গেছে ৷ পঞ্চাশ বছর দরে বৈজ্ঞানিক রা কেন এই দ্বীপে আসসে ৷ বৈজ্ঞানিকরা এতটাই বোকা না যে শুধু শুধু এই দ্বীপে আসবে ৷
নিশ্চয়ই কোন উদ্দেশ্য ছিল তাদের ৷ কি ছিল তাদের উদ্দেশ্য ? কোথায় বা নিরুদ্দেশ হয়ে গেল তারা? পোর্ট ব্লেয়ার যে বিমান দিয়ে তারা এসেছিল সেই বিমানে করে দুইজন বিদেশিও এসেছিল ৷ পোর্ট ব্লেয়ার বিদেশি তেমন আসে না ৷ কারা এই বিদেশি ? কী করতে এসেছে তারা ? জানতে হলে ঝটপট পড়ে ফেলুন দেখি। -
সন্তু এবার কাকাবাবুর সাথে একটা এডভেঞ্চারের অভিজ্ঞতা হলো আন্দামান দ্বীপপুঞ্জে। ছোটোবেলায় আন্দামানের দ্বীপের কথা শুনেছি, কিন্তু এর সাথে সেখানের কিছু দ্বীপে আছে কিছু আদিম অধিবাসী-যাদের মধ্যে সভ্যতার চিহ্ন মাত্র নেই। মজার ব্যাপার হলো, সেইসব ভয়ংকর অধিবাসী যারা কিনা মানুষকে একফোঁটাও বিশ্বাস করে না- তাদের সেই দ্বীপে কিছুদিন পরপর বিজ্ঞানীরা এসে উধাও হয়ে যাচ্ছে, বেশ কিছুদিন হলো সাহেবরা ঘুরঘুর করছে সেদিকে। পিছু নিতে এলো কাকাবাবু। এই নিয়েই সুন্দর একটা গল্প। শেষে সুন্দর একটা চমক আছে কিন্তু! যদিও দুইটা গল্প পড়েই লেখকের ট্রাজিক কাহিনির প্রতি বিশেষ দুর্বলতা আছে বলে মনে হলো।
-
সন্তুর পরীক্ষা শেষ, সামনে ছুটি। তারমানে আবার নতুন করে কোথাও ঘুরতে যাওয়া। তা অবশ্যই কাকাবাবুর সাথে। এবারের অভিযানটা অন্যরকম। কারণ এই প্রথম সন্তু প্লেনে করে কোন অভিযানে যাচ্ছে তাও সুদূর আন্দামানে। যেখানে একসময় শুধুমাত্র চোর-ডাকাতের শেষ ঠিকানা ছিল। যেখানে একবার কেউ গেলে আর ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু এসব অনেক আগের কথা। এখন দিন বদলেছে। এখন ঠিক কোন রহস্যের টানা কাকাবাবু এতদূর ছুটে যাচ্ছেন? মুখোমুখি হচ্ছেন জারোয়া আদিবাসীদের। যাদের নাকি দেশের সরকারও ঘাটায় না তাদের ডেরায় কাকাবাবু হানা দিলেন কোন সাহসে? কি এই রহস্য যা জানতে কাকাবাবু জীবনের ঝুকি নিলেন আর সাথে ঝুকিতে ফেললেন সন্তুর জীবনও?
-
জাস্ট অসাধারণ !!! আফসোস শুধু একটাই যে ছোটবেলায় এই বই পড়া হয়নি, তখন হয়ত আরও অসাধারণ লাগতো।
-
আন্দামান থেকে ঘুরে সবুজ টিকটিকি দেখে আসলাম। সাদা কুমির দেখা হলো না।
পারফেক্ট কিশোর এডভেঞ্চার!!! -
Awesome 🌟
-
খুবই ভাল। তবে পাহাড়চূড়ায় আতঙ্ক, মিশর রহস্য বা খালি জাহাজের রহস্যের মত নয়। তাই চার তারা।
-
কাকাবাবু সিরিজ এর দ্বিতীয় গল্প এটি,
সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প,উপন্যাস মানেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সঞ্চার করে,
আর "কাকাবাবু" চরিত্র শিহরণ জাগানো একটি গোয়েন্দা কাহিনি।
আন্দামান দ্বীপ সম্বন্ধে বেশ তথ্যবহুল উপন্যাস এটি।
এবং ভারতের স্বাধীনতার সঙ্গে বেশ যোগ সুত্র আছে,
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রাগৈতিহাসিক যুগ থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি। ১৭৭৭ সালে ব্রিটিশরা এই অঞ্চলে একটি নৃতাত্ত্বিক সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষা থেকে জানা যায় যে, বহিরাগতদের আগমনের আগে কয়েক শতাব্দীকাল এই দুই দ্বীপপুঞ্জ নেগ্রিটো ও মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অধিকারে ছিল।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাসকে চারটি পর্যায়ে ভাগ করা হয়: ব্রিটিশ অধিকার প্রতিষ্ঠা, ব্রিটিশ রাজত্ব, জাপানি রাজত্ব ও স্বাধীনোত্তর যুগের ইতিহাস। ১৭৮৮ সালে দুই নৌ-আধিকারিকের সুপারিশক্রমে ১৭৮৯ সালে তদনীন্তন গভর্নর-জেনারেল লর্ড কর্নয়ালিস পোর্ট কর্নওয়ালিশের কাছে চাটহাম দ্বীপে একটি ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন। এই বছরই লেফটানেন্ট রেজিনল্ড ব্লেয়ার এই অঞ্চলে একটি সমীক্ষার কাজ চালান। তার নামানুসারে পোর্ট কর্নওয়ালিশের নাম হয় পোর্ট ব্লেয়ার।
১৮৫৭ সালের মহাবিদ্রোহর পর ব্রিটিশ সরকার এখানে একটি বন্দীনিবাস স্থাপনের পরিকল্পনা করে। ১৮৫৮ সালে ভাইপার দ্বীপে তৈরি হয় একটি কারাগার, একটি গ্যালো ও একটি জনবসতি। ২০০ জন বন্দীকে এই কারাগারে এনে রাখা হয়। এঁদের অধিকাংশই ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহী সৈনিক। ১৯০৬ সালে পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল তৈরি হলে আগের কারাগারটি পরিত্যক্ত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে ১৯৪২ সালের ২১ মার্চ জাপানিরা আন্দামান দখল করে নেয়। জাপানি সেনাবাহিনীর হাতে এই অঞ্চলের বহু নিরপরাধ মানুষও নিহত হন। পরে জাপানিরা এই দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ্ সরকারের হাতে তুলে দেয়। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর সুভাষচন্দ্র পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। ১৯৪৫ সাল পর্যন্ত এই অঞ্চল ব্রিটিশদের অধিকারমুক্ত ছিল। এই সময় আন্দামান খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে। ১৯৪৫ সালের ৮ অক্টোবর জাপানি সেনাবাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়া কম্যান্ড পোর্ট ব্লেয়ারে আত্মসমর্পণ করলে ব্রিটিশরা এই দ্বীপপুঞ্জের অধিকার আবার ফিরে পায়।
১৯৪৭ সালের ১��� অগস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একত্রে স্বাধীন ভারতের অঙ্গীভূত হয়। -
কাকাবাবু সিরিজের অন্যতম আকর্ষনীয় দিক হলো, ইতিহাসকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলে।
কিশোর এডভেঞ্চারের আড়ালে ইতিহাস, প্রাকৃ���িক পরিবেশ এগুলোই ফুটে ওঠে।
সর্বোপরি, ভারতবর্ষ ভ্রমন হয়ে যায় বইয়ের পাতায় পাতায়।
সবুজ দ্বীপের রাজা-তে বনভুমির গুরুত্ব বিশেষ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে নেই কোনো পরিবেশ দুষণ, নেই মানুষে মানুষে ভেদাভেদ। স্বাধীনতার দিকটাও ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কী আসলেই স্বাধীন হয়েছি? সব মানুষ কী স্বাধীনতার স্বাদ পেয়েছে?
সবার সুনিশ্চিত জীবনযাপন সম্ভব হয়েছে?
শেষদিকে এমন প্রশ্ন অবচেতন মনে চলে আসে।
রেটিং ৫ তারকা-ই দেবো আমি। -
আফসোস হয় কিশোরবেলায় কাকাবাবুর সন্ধান পেলাম না বলে।
-
কেন জানি এই বিখ্যাত গল্পটা একদম ভাল লাগল না। ছোটবেলায় সিনেমাটা বেশ পছন্দের ছিল, এটা মনে আছে।
-
Kakababu series is my all time favorite, specially this one is just wow. The story building, plot everything is just mind-blowing. What an adventurous story! I like the personality of Sontu .
-
কাকবাবুর বই নিয়ে রিভিউ লিখার মতো বুকের পাটা আমার হয় নি 😊
-
"সবুজ দ্বীপের রাজা" গল্পে আমার আর শন্তুর মধ্যে সবচেয়ে বেশি মিল, আমি আর শন্তু উভয়েই নাইন গ্রেডের ছাত্র। আমি এদিকে পরিক্ষা শেষে অলস সময় কাটাচ্ছি, ওদিক সন্তু কাকাবাবুর সাথে রহস্য অভিযানে বের হয়েছে।
কাকতালীয়ভাবে, যখন আমি ফেলুদা পড়তে শুরু করি, তখন তপেষ রঞ্জন ক্লাস সেভেন পড়তো, আমিও তখন ক্লাস সেভেনে'র ই ছাত্র। মাঝে মাঝে ভাবতাম, উফ আমার যদি ফেলু মিত্তিরের মত একটা দাদা থাকতো? সে ভাবনা কী আর সত্যি হবে।
"সবুজ দ্বীপের রাজা" গল্পে সন্তু আর কাকাবাবু রহস্য সমাধানে আন্দামান আর নিকোবর দীপপুঞ্জের জরোয়া আইল্যান্ডে প্রবেশ করে। আইল্যান্ডটা ছিল হিংস্র জনগোষ্ঠী জরোয়ায়াদের। যাদের সাথে সম্পর্ক ছিল না কোনো সভ্য মানুষের। তাদের রাজা ছিল খুব রহস্যময় তার চেয়ে রহস্যময় ছিল ওই দ্বীপের অদ্ভূত, আশ্চার্যজনক অগ্নিকুন্ড। যেটা উল্কাপাতের কারনে সৃষ্টি হয়েছে। ওই রহস্যময় উল্কা চুরি করতে কয়েকজন সাহেব পরিকল্পনা করেন। তারা আধনিক অস্ত্র-সস্ত্রের মাধ্যামে দ্বীপে অভিযান চালায়। হিংস্র জারোয়া আর সাহেবদের মাঝে আটকে গেছেন আমাদের কাকাবাবু আর সন্তু। তাদের প্রত্যেকটা পদক্ষেপ ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে।
গল্পটা খুব ইন্টারেস্টিং, আমি বলতে পারি পড়ার জন্য দূর্দান্ত একটা গল্প। -
ঐতিহাসিক বই নিয়ে আমার বেশ সমস্যা হয়। মনের মধ্যে বার বার প্রশ্ন জাগে, ‘ও ওটা বলেছিল?’ ‘আসলেই কী এমন হয়েছিল?’ ‘লেখক ভুল লেখেনাই তো?’
এই ধরনের প্রশ্নগুলা যখন মনে আসে তখন নিজেই অনেক প্যারা খাই, বই মনোযোগ দিতে পারি না।
যদিও এই বই ঐতিহাসিক না তবে ঐতিহাসিক চরিত্র অবশ্যই আছে। গুণদা তালুকদার ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের একজন। আন্দামান এর জেলখানা থেকে পালিয়ে যান প্রায় ৫০-৬০ বছর আগে। তারপর জারোয়াদের রাজা হয়ে যান।
মূল সমস্যা টা এই জায়গাতেই। গুণদা তালুকদার এর ব্যাপারে কিছুই জানি না। গুগল করে ও তেমন কিছুই পেলাম না। তবে এই চরিত্রটা ছিল অবশ্যই।
এখন মাথায় শুধু ঘুরতেছে, ‘গুণদা', ‘গুণদা’, ‘গুণদা’! -
ঘটনাস্থল আন্দামান দ্বীপপুঞ্জ। এটা আমার পড়া কাকাবাবু'র দ্বিতীয় বই। বেশ চমৎকার এডভেঞ্চার ছিল, তাছাড়া দ্বীপপুঞ্জের পরিবেশ ফুটে উঠতে দেখে বেশ ভালো লেগেছে। সবুজ পাহাড়, সাগর, দ্বীপের প্রাণীকুল, আদিবাসী, খাবার!
-
আমি আন্দামান যাইতে চাই...
-
বগাল বই
-
Splendid
-
নিঃসন্দেহে কাকাবাবু সিরিজ এর অন্যতম একটি বই এটি। অ্যাডভেঞ্চার এ ভরা এই উপন্যাস টি ছোট বড় যে কারোর ভাল লাগতে বাধ্য। তবে গুনদা তালুকদার এর মৃত্যু টা সত্যি যেন মেনে নেওয়া যায় না।
-
দ্বিতীয়বারের মতো পড়লাম। অনুভূতি ঠিক আগের মতোই 😀
-
Much better than the first book, this was a fascinating take on the inhabitants of the uncharted islands.
-
অল টাইম ফেভারিট কাকাবাবু গল্প
-
অসাধারণ লেগেছে।ভয়ঙ্কর সুন্দর থেকেও সুন্দর ছিল।
-
Awesome
-
প্রথম পরিচ্ছেদ আমাকে বার বার ভাবাইছে, সুনীল গঙ্গোপাধ্যায় কোন বয়সীদের জন্য কাকাবাবু লিখছেন? কারন এই পরিচ্ছেদে সন্তুকে কেন্দ্র করে যে বর্ননা গুলো দেয়া আছে সেটার ধরন অনেকটা ৭-৮ বছরের বাচ্চাকে বোঝানোর মত। এই কারণে আমার নিজেকেও অনেক বাচ্চা বাচ্চা লাগতেছিল���। পরবর্তীতে অবশ্য এই আবহ থাকে নাই। পরের পরিচ্ছেদগুলায় আরো সিরিয়াস টপিক নিয়ে আসায় তখন আমার মনে হচ্ছিলো, এইবার আমার লেভেলে আসছে। :3
যে বয়সীদের জন্যই লেখা হোক না কেন কাকাবাবু সবার ভালো লাগবে। সবুজ দ্বীপের রাজা আন্দামানকে কেন্দ্র করে লেখা। যেখানে ব্রিটিশ আমলে কয়েদীদের 'কালাপানি' দেয়া হতো। আন্দামান নিয়ে আগে তেমন জানতাম না। এই বইয়ে আন্দামানের বিষয়বস্তু চমৎকারভাবে উঠে আসছে। সুতরাং যদি ভূগোল সম্পর্কে আরো একটু জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে বইটা পড়া যেতেই পারে।
আমার তো খুব যাইতে ইচ্ছা করতেছে আন্দামানে :) -
A leisure-time reading story for all..
-
aamar eta bes valo legechhio. onek din aage pore chhilam