Title | : | কাকাবাবু সমগ্র ৩ |
Author | : | |
Rating | : | |
ISBN | : | 8172153406 |
ISBN-10 | : | 9788172153403 |
Language | : | Bengali |
Format Type | : | Hardcover |
Number of Pages | : | 450 |
Publication | : | First published April 1, 1994 |
২. মহাকালের লিখন (গল্প)
৩. উল্কা-রহস্য
৪. একটি লাল লঙ্কা (গল্প)
৫. কাকাবাবু হেরে গেলেন?
৬. সাধুবাবার হাত (গল্প)
৭. সন্তু ও এক টুকরো চাঁদ
কাকাবাবু সমগ্র ৩ Reviews
-
Kakababu - Sontu - Jojo, a great creation. Started reading during age 15-16, and still now enjoy this character.
-
বাংলা সাহিত্যে এক অাশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে ♔ রাজা রায়চৌধুরী।
প্রাক্তন কেন্দ্রীয় সরকারী চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙ্গা,ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন,কিন্ত অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা,অদম্য তার সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন তিনি, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির,গিয়েছেন কত যে নতুন জায়গায়- তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী।ফেলুদার যেমন তোপসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। -
কাকাবাবু ও সন্তুর অভিযানগুলো এখনও সময় পেলে পড়ি।
-
পড়ে শেষ করলাম কাকাবাবু সমগ্র ৩। ফেলুদা কিংবা ব্যোমকেশ এর গল্প গুলো আমাকে কখনো টানেনি। এগুলো মুভিতেই দেখা। কিন্তু কাকাবাবু গল্প গুলো আমাকে টানে। কারণ এই গল্পে আছে এডভেঞ্জার। এটা ভ্রমণ একটা কাহিনীও বটে। অনেক অনেক জায়গায় চলে যাওয়া যায় কাকাবাবু আর সন্তুর সাথে। তাছাড়া ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা যায়। সাথে রহস্য তো আছেই। বলা যায় একের ভিতর অনেক এই কাকাবাবু সিরিজটা। শুধু প্রেম নেই। সমগ্র তিনে সন্তু কলেজে পরে। আশা করি অন্য সমগ্র গুলোতে সে যখন আরো বড় হবে তখন গল্পে প্রেমও চলে আসবে।
এই বইতে মোট ৭ টি গল্প রয়েছে। এর মধ্যে ৩টি ছিল ছোট গল্প। ৪টি উপন্যাস। সেগুলোর নিয়ে ছোট্ট রিভিউ আর মতামত দিয়ে দিলাম।
চরটি উপন্যাসঃ-
বই.............................:- নীলমূর্তি রহস্য
কাকাবাবুর কাছে দুজন এলো একটা নীলমূর্তি আদিবাসিদের থেকে উদ্ধার করে দিতে। কোন এক সময় নাকি মূর্তিটা তাদের বাড়ি থেকে চুরি যায়। মূর্তিটা যে তাদের ছিল তেমন কোন প্রমাণ দিতে না পারায় কাকাবাবু রাজি হয়নি। মোটামুটি অপমান করে বাড়ি থেকে তাদের বের করে দেন তিনি।
ওই দিকে সন্ত জোজোর পিসেমশাই এর বাড়ি যায়।অদ্ভুত চরিত্রের এই পিসেমশাই একজন বিজ্ঞানী। প্রফেসর শঙ্কু মার্কা। আশ্চার্য সব জিনিস আবিষ্কার করেছেন তিনি। জীব জন্তু সহ্য করতে পারেন না এমন তাদের গন্ধও। সন্ত সেখানে গিয়ে জানতে পারে তার কাকাবাবুর সাথে এই বিজ্ঞানীর শত্রুতা আছে। উনি প্রতিশোধ নিতে চায়।
এদিকে কিডনাপ হয়ে গেল কাকাবাবু। অন্যদিকে সন্ত আর জোজোও। ঠিক কিডনাপ নয়! কিন্তু কেন? কে ?
খুবই উপভোগ করেছি গল্পটা। কাকাবাবু প্রতিটি গল্পই আমার ভালো লাগে এর ইতিহাস এবং এডভেঞ্জার এর জন্য। এই গল্পে সেগুলো ছিল সাথে কমেডিও। বিজ্ঞানী মানুষটা মজার। সমান্য বিড়ালের ছা তার পায়ে মাথা ঘষায় যা কান্ডটা করল না!অনেকদিন পর বই পড়ে প্রাণ খুলে হাসলাম।
রেটিং....... ৪/৫
বই.............................:- উল্কা-রহস্য
প্রকাশকাল................:- ১৯৯০
কাকাবাবু আর সন্ত গিয়েছে আশামের জঙ্গলে। সেখানে এক জায়গায় রাতে আগুন জালালে আকাশ থেকে বড় বড় পাখি পরে। পতঙ্গ যেমন আগুন দেখে ঝাপিয়ে পরে তেমন! শুধুমাত্র সেটা দেখতেই যাওয়া তাদের। কিন্তু কাকাবাবু আর সন্ত কে এক রাতে ফেলে দেওয়া হল পাহাড় থেকে। কে,কারা এবং কেন?
এই গল্পে মোট দুটি রহস্য রয়েছে একটা পাখি এবং একটা উল্কা নিয়ে। দুটির মধ্যে একটির রহস্য সমাধান হয়নি। মনে হচ্ছে এ নিয়ে আরেকটা বই লেখা হয়েছিল।
আমার রেটিং ৩/৫
বই.............................:- কাকাবাবু হেরে গেলেন ?
প্রকাশকাল................:- ১৯৯২
এ গল্পের ভিলেন কাকাবাবুর মতো মানুষ যিনি কখনো হেরে যাননি তাকে হারিয়ে দিলেন!
তা কি ভাবে সম্ভব হলো!
এই গল্পের সাথে কিছু কিংবদন্তী এবং কিছু ইতিহাস বের হয়ে এসেছে। যা সবসময়ই কাকাবাবুতে থাকে। গল্পের ছলে ইতিহাস জানানোই মনে হয় কাকাবাবু গল্পের উদ্যেশ্য ছিল।
রেটিং.. ৩/৫
বই.............................:- সন্তু ও এক টুকরো চাঁদ
প্রকাশকাল..................:- ১৯৯৩
কলকাতা মিউজিয়াম থেকে হারিয়ে গেলে এক টুকরো চাঁদের পাথর। এদিকে ভারতে আফ্রিকার মুরুন্ডি দেশ থেকে আসা প্রেসিডেন্টের ভাই কিডনাপ হয়ে গেল। মুক্তিপণ চাওয়া হলো সরকারের কাছে। এ থেকে উদ্ধারের জন্য সাহায্য চাওয়া হলো কাকাবাবুর কাছে। বেরিয়ে পরল কাকাবাবু, সন্তু এবং তার বন্ধু গুলবাজ জোজো। জোজো চরিত্রটা বেশ মজার। তার জন্য গল্পে প্রচুর রম্য এসে পরেছে। এখন শুধু একটা মেয়ের অভাব আছে গল্পে। সেটা এসে গেলে এটা রোমান্টিকও হয���ে যাবে।
এগল্পে একটা ক্ষমতাশালী ভিলেনের দেখা পাওয়া যাবে। গল্পের কিছু মুহুর্ত বিরক্তিকর মনে হয়েছে।
এক অংশ দেখা যায় সন্ত তার আড়াইগুন বড় এক লোককে গুষি মেরে ফেলে দিছে!
আমার রেটিং ৩/৫
ছোট গল্পঃ-
মহাকালের লিখকঃ-
সন্তু আর কাকাবাবু আবারো আন্দামানে। সেখানে নাকি জলপরী দেখা গিয়েছে। সেখানে জলপরীর দেখা না মিললেও, মিলে গেল মাহাকালের লিখক! সেটা আবার কি?
একটি লালা লঙ্কাঃ-
কাকাবাবুর কাছে একজন লাল লঙ্কার মতো দেখতে একটা জিনিস নিয়ে এলো। এটা খেলে নাকি অদৃশ্য হয়ে যায়! সন্তুর খুব ইচ্ছে হলো অদৃশ্য হওয়ার!
সাধুবাবার হাতঃ-
কাকাবাবু এক সাধুবাবার হাত দেখে বলে দিল তার সব অতীত! সেটা কি করে সম্ভব?
প্রতিটি গল্পই ভালো লেগেছে। উপভোগ করেছি সব গুলো। একটা গল্প আরেকটা থেকে বেশি ভালো। এই সমগ্রের প্রিয় চরিত্র জোজো।
সব মিলেয়ে এই সমগ্রের রেটিং.. ৩/৫ -
enjoyable so far :)