সেরা সন্দেশ by Satyajit Ray


সেরা সন্দেশ
Title : সেরা সন্দেশ
Author :
Rating :
ISBN : 8170668867
ISBN-10 : 9788170668862
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 376
Publication : First published December 1, 1981

সেরা সন্দেশ Reviews


  • রিফাত সানজিদা

    এক লাইনে বলুন তো সেরা সন্দেশ নিয়ে?
    অবসরের সেরা সঙ্গী, যা সারাজীবনে অসংখ্যবার পড়া যায়। ^_^

    ক্লাস ফোরে পড়ি, ছোটখালার বিয়ে হলো তখন। 'ফিরানি'তে এসে সারাদিন বইতে মুখ গোঁজা বাড়ির একমাত্র ছোট্ট খুকিকে খালু আনন্দের দুটো বই কিনে দিয়েছিলেন। সুকুমার রায়ের '
    সমগ্র শিশুসাহিত্য আর 'সেরা সন্দেশ।'
    আমি সেকেন্ড এমএস করেছি গত ডিসেম্বরে, বইদুটো এখনো আছে। বহুপঠনজনিত ভালবাসার অত্যাচারে ছিঁড়েছে, তবে আছে।

    বাংলা ১৩২০ সালে উপেন্দ্রকিশোর যখন প্রথম সন্দেশ প্রকাশনা শুরু করেন, তখন উদ্দেশ্য ছিলো খুব সাধারণ। ব্যবসায়িক লাভ নয়, শিশুদের জন্য নিখাদ ভালবাসা। নয়তো ঐ মাগ্যিগণ্ডার বাজারে নিজের ছাপাখানায়, নিজের পয়সায় কে বের করতে যায় ছোটদের পত্রিকা? তখন তো আর বাচ্চাদের জন্য অতো বইপত্তরের বালাই ছিলো না। ছোটদের নিয়ে কেউ মাথাই ঘামাতো না বলতে গেলে।
    কিন্তু মায়া, যত্ন আর স্বপ্ন নিয়ে গড়া সন্দেশ সে সময়কার শিশুসাহিত্যে এনে দিয়েছিলো অন্য রকম স্বাদ। লিখতেন তাতে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ সব্বাই!

    বছর তিনেকের মাথায় উপেন্দ্রকিশোর মারা গেলেন, সম্পাদক হলেন যোগ্য ছেলে, সুকুমার রায়। আট বছরের মাথায় অসুখে ভুগে তিনিও বিদায় নিলেন। দায়িত্ব পড়লো মেজ ছেলে সুবিনয়ের হাতে। কিন্তু উপযুক্ত টাকাকড়ির অভাবে ১৩৪২ সালে বন্ধ হয়ে গেলো সন্দেশ, দেনার দায়ে নিলামে চড়লো ইউ রায় এন্ড সন্স।
    থমকে গেলো পুরো একটা যুগ!

    ১৩৬৮ সালে উপেন্দ্রকিশোরের নাতি সত্যজিৎ রায়, মায়ের ইচ্ছায়, পারিবারিক ঐতিহ্যকে সম্মান করে দায়িত্ব নিলেন মাসিক সন্দেশ পুনঃপ্রকাশের। তাতে সম্পাদক হিসেবে যোগ দিলেন লীলা মজুমদার ও নলিনী দাশ।
    সেই ১৩৬৮ থেকে ১৩৮৭ সালের বাছাই করা সেরা কিছু লেখা নিয়েই এই সংকলন, সেরা সন্দেশ।

    একবার,পড়ছিলাম যখন, স্ট্যাটাস দেখে শাকের বলেছিলো; 'ইন্তাবিলের পুঁথি'র কথা লেইখেন রিভিউতে।

    বাছা, শুধু ইন্তাবিল?
    মুখুটি স্পেশাল? ভেটো আর রাগীদাদাবাবু? বীরে ডাকাত আর ছিরে ডাকাত? রবিনসনের আঁকা রেলকোম্পানির কার্টুনগুলো? স্বপনবুড়োর লেখা গল্পটা? আর শিবরাম? ইচিংকা? কুমড়োলতা? কাগজ ফুলের গাছে?
    আর গোবদা বইটার এ পাতা-ও পাতায় সত্যজিতের আঁকা ইলাস্ট্রেশনগুলো? হুঁ হুঁ বাবা।
    আর শেষে, লেখক পরিচিতি অংশটাই কী কম ইন্টারেস্টিং! বুঝতে হবে!

    পরের মুখে ঝাল, থুড়ি সন্দেশ খাওয়ার কাজ কী, কিনে ফেলুন না বইটা। ৭৫০ রুপি দাম লেখা, দেশি টাকায় হাজারখানেক পড়বে হয়তো।

    সন্দেশ মানে জানেন তো? সংবাদ, খবর।
    সে জীবন বয়ে বেড়িয়ে লাভ কী, যার রন্ধ্রপথে সন্দেশ আসে না কোন আশা-আনন্দ নিয়ে?
    বাড়িতে বুকশেলফ থেকেই বা লাভ কী, তাতে যদি সুকুমার আর সত্যজিৎ না থাকে! :)


    Untitled

  • Tisha

    ক্ষীর-চিনি-ছানাহীন, কাগজের এই সন্দেশ আসলেই ভীষণ সুস্বাদু! চেটেপুটে খাওয়ার মতো করে পড়লাম ভূমিকা থেকে শেষ পর্যন্ত। কি নেই এতে! ছড়া-কবিতা-গল্প-নাটক-আঁকা ছবি! আর শেষের ঐ লেখক পরিচিতির অংশটুকুর কথা আর কি বলবো! ^_^
    সংকলনের সূচীপত্র দেখেই যেকোনো পাঠকের মন আনন্দে লাফালাফি করার কথা! :D

  • মাশুদুল হক

    মনি-মুক্তায় ঠাসা একটা সংকলন।

  • Jamimeeh

    বইয়ের গল্প করার আগে একটু বইপ্রাপ্তির গল্প করে নেই।

    গত বছর, প্রায় এই সময়টাই। তেইশ বছরের জীবনে মানসিকভাবে সবচেয়ে বিপর্যস্ত সময় কাটছিল তখন। একটা স্রোত যায়না সবার জীবনে, যখন বেঁচে থাকাটা সম্পূর্ণ অর্থহীন মনে হয়?

    এরকম একটা মনখারাপ করা বিকেলে, আমাকে মোটামুটি হতভম্ব করে দিয়ে এই বইটি আমার হাতে পৌঁছে। এবং শুনতে খুবই আবেগি শোনালেও এটি সত্যি- সেই সময়টার তীব্র হতাশা থেকে বের হয়ে আসার জন্য এই বইয়ের ভূমিকা অনেকখানি।

    এইতো গেল হিস্টোরি। এখন বলি বইটা কেন পড়বেন- এবং কিনে পড়বেন। প্রথম কারণ অবশ্যই লোভনীয় প্রচ্ছদ এবং ভেতরের মারাত্মক ইলাস্ট্রেশন। এ জিনিস পিডিএফে পড়ে স্বাদ পাবেন না, হাতে নিয়ে শুয়ে বসে চেখে দেখুন- আসল কড়াপাক মেঠাই মনে হবে।
    দ্বিতীয় কারণ হল শিশুকাল বড়কালের প্রায় সব পছন্দের সাহিত্যিকদের লেখা একজায়গায় পাওয়া, তাও খোদ সত্যজিৎ রায় সম্পাদিত হয়ে পরিবেশিত হয়েছে আপনার পাতে। ভেতরের গল্প কবিতা সাহিত্যগুণে ভালো না কি, ওই বিচারে যাওয়ার সাধ্যি বা ইচ্ছে কোনটিই আমার নেই, আপনারা দেখেশুনে বুঝে নিন না!

    আমরা যারা দিনরাত্তির ছোটবেলার নির্ভার জীবন নিয়ে নস্টালজিয়াতে ভুগি, তারা একটিবার পড়ে দেখতে পারেন। হাজার টাকার মধ্যে এরকম টাইম মে���িন আর পাবেন না, এ আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম।

  • Shadin Pranto

    নিজের রঙিন সময়কে ফেলে এসেছি কিশোরবেলাতে। কিন্তু তখনকার স্মৃতি বয়ে চলছি। আমৃত্যু হয়তো তাই চলব৷ তেমনই চমৎকার স্মৃতির নিদর্শন ' সেরা সন্দেশ'।

    বাংলা সাহিত্যের সেরা মানুষগুলো যদি আপনাকে মজার মজার কেচ্ছা শোনাতে বসে, তাহলে আপনার কেমন লাগবে? খুবই অভিভূত হবেন তাইনা। আমিও তেমনই হয়েছিলাম 'সেরা সন্দেশ' পড়ে।

    দু'বার পড়েছি। স্কুল লাইব্রেরি থেকে এনে। ঢাউস লার্জ সাইজের বইটি আনন্দ পাবলিশার্সের। এদেশে এখন নীলক্ষেতে কমদামে বইটা পাওয়া যায়। এই সেদিনও দেখলাম ফুটপাতে। আমি যে সময়ের কথা বলছি, তখন বইটার লোকাল প্রিন্ট বের হয়নি৷ আসল প্রিন্ট বেশ দামি। তখন কেনার সামর্থ্য ছিল না। তাই লাইব্রেরি থেকে এনে পড়েছি। তাতেও তখন আঁশ মিটছিল না। দু'সপ্তাহ রেখেছিলাম। একটুএকটু করে পড়তাম৷ লীলা রায় আর সত্যজিৎ রায় বাছাই করেছেন কনটেন্ট। কিছু লেখা তো একইসাথে কয়েকবার করেও পড়া হয়েছিল। কিন্তু দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। একদিন ক্লাসে লাইব্রেরি থেকে নোটিশ আসল। তিন দিনের কথা বলে দুই সপ্তাহ খবর নেই! বই ফেরত দেওয়ার জন্য। দুঃখী মন নিয়ে ফেরত দিয়ে আসলাম। লাইব্রেরিয়ান মৃদু বকাও দিয়েছিলেন৷

    এই বইটার সঙ্গে এক কিশোরের আনন্দঘন স্মৃতি জড়িত। তা ভুলবার নয়।

  • Saurav

    বেশ একটা collector's item বলা যেতে পারে বইটাকে। ছোটরা খুব উপভোগ করবে৷ বুড়ো বয়েসের দোষে সেটা হয়ে ওঠেনি; তাও কিছুটা স্মৃতি, কিছুটা ভালোলাগা, প্রিয় লেখক ও কিছু নাম-না-জানাদের চমকে বেশ ভালোই লাগলো এই লেখনী-গুচ্ছ। 😊

    আর আমাদের সবার প্রিয় সত্যজিতের চিত্রাঙ্কন তো আছেই সাতগে। 😍 দেখলেই যেন মন ভরে যায়। সন্দেশ পত্রিকা কোনোদিন পড়িনি ছোটবেলায়; এই বড়বেলায় এসে সেই পুরাতনের ছোঁয়ায় কিছু নতুন অনুভূতির সন্ধান পেলাম - এটুকু��� যা পাওয়া।

  • Habiba♡

    যতই পড়ি ততই নতুন লাগে। মনে হয় আরেহ এই গল্প এত্ত মজার। কত কত লেখকদের হাতেখড়ি এই সন্দেশ দিয়ে, তাদের কত মজার বিষয় জানা যায়।
    আর কী নেই এই সন্দেশে?
    গল্প, নাটক, রম্য, কবিতা একেবারে সব।

  • Subhadip Ojha

    ছোটবেলায় পড়েছিলাম।তবে সব পড়া হয়নি তখন। তারপর ক্লাস ৭ এ ।তখন সব পড়ে ফেললাম। মনে মনে ভাবলাম এটা আগে পড়লে বোধহয় সাহিত্যের প্রেমে আগেই পড়তাম। যাইহোক ৫০ এর ওপর গল্প আছে। তবে বুড়ো বয়সে বইটা পড়লে মজা পাবেন কিন্তু ঠিক ভেতর থেকে সেই আরামটা বা তৃপ্তি পাবেন কিনা সন্দেহ আছে। যাইহোক বেশি বুড়ো হয়ে গেলে নিজের ছেলে কিংবা মেয়েকে এই বইটা কিনে দিতে পারেন। আর ট্যাঁকে আরও টাকা থাকলে সুকুমার কিশোর সাহিত্য সমগ্ৰটাও কিনে দিতে পারেন।

  • Tahsin Reja

    এই বইটাকে আমি খুব ভালোবাসি.........

  • Madhuri Ghosh

    যদি বলা হয় "সেরা সন্দেশ" বলতে তুমি কী বোঝো? এক বাক‍্যে উত্তর দেবো -অবসরের সেরা সাথী যা সারাজীবনে একাধিক বার পড়ে ফেলা যায়।আট থেকে আশি সবার ভালো লাগবে। এখানে বাংলা সাহিত‍্যের তাবড় তাবড় লেখকদের পাশাপাশি আনকোড়া সবে লেখার জগতে হাতেখড়ি তেমন মানুষদের লেখাও প্রকাশ করা হয়েছে। শুধু গল্প ,কবিতা নয় এই সন্দেশের উপাদানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি এবং শব্দছক। শৈশবে এই সন্দেশের স্বাদ নিতে পারিনি তাই একটু আক্ষেপ হলো বটে!! কিন্তু এই বয়সেও সবটুক সন্দেশ ভক্ষণ করলাম। স্বাদে, গন্ধে অতুলনীয়!!❤️

  • আহমেদ আবরার

    সোনার খনি। সন্দেশের মতো পত্রিকা—তার‌ ওপর সত্যজিতের মতো মহীরুহ এর সম্পাদক! আর কী-ই বা বলার থাকে!

  • Redwan Orittro

    A great compilation of some of the best articles, poems and cartoons from the magazine Shondesh by Satyajit Ray.

  • Monalisa Ghosh

    Ek asadharon sankolon ja choto bela ta k mone koriye dei...mon bhalo kore dei..

  • Rafi

    ক্লাস টু কি থ্রিতে থাকতে ছোটো মামা গিফট করেছিলো, স্কুলের বই বাদে সম্ভবত আমার পড়া প্রথম বই :)

  • Ta-Seen Anannya

    নেত্রকোণার মত ছোট শহরে বসে ও অনেক ছোটবেলায় আনন্দ দিয়েছিল এই বই!