Title | : | গল্প ১০১ |
Author | : | |
Rating | : | |
ISBN | : | 8177561685 |
ISBN-10 | : | 9788177561685 |
Language | : | Bengali |
Format Type | : | Hardcover |
Number of Pages | : | 769 |
Publication | : | First published May 1, 2001 |
গল্প ১০১ Reviews
-
কচ্ছপ গতিতে অবশেষে শেষ করলাম গল্প ১০১। ছোটগল্প জনরা টা যে কতটা ইন্টারেস্টিং সেটা এই বইটা পড়লেই বুঝা যায়। আমি আরো কিছু বইয়ের কথা বলবো পরে তবে আগে এটা নিয়ে বলে নিই।
এটাতে যে গল্পগুলো ছিল শুরুর দিকে, বেশ ক্রিপি লাগছে আমার কাছে, ক্রিপি ইন এ বেস্ট ওয়েতে। মানে আমিতো একটু ভীতু মানুষ, তাই পড়ে আমার গা ছমছম করে উঠছিল।
তারপরেও পড়ে বেশ মজা পেয়েছি। মাঝখান থেকে ক্রিপিনেসটা চলে গেছে, পরে তারিণীখুড়ো আসছে, আরো অনেক ভার্সাটাইল গল্প ছিল, মোল্লা নাসিরুউদ্দিনের গল্প ছিল, শেষের দিকে দুইটা অনুবাদ, একদম শেষে পিকুর ডায়েরি ও অন্যান্য।
এই বইটা আরো আগে কেন পড়িনি সেটা নিয়ে আমার একটু আফসোস আছে, যখনি ডিসাইড করি বইটা কিনবো তখুনি দিশা আপু বইটা গিফট করে। সেজন্য আপুকে অনেক ধন্যবাদ।
আমি এখন কিছু কথা বলবো ছোটগল্প পড়া নিয়ে। এই বইটা ছোটগল্পের জন্য বেস্ট একটা বই। আরো দুইটা ছোটগল্পের বইয়ের কথা বলবো যেগুলো আমার খুবই প্রিয় দুটো বই, শরদিন্দু'র গল্পসংগ্রহ এবং আরেকটা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ । কেউ যদি না পড়ে থাকেন, এই তিনটা বই প্লিজ পড়বেন।
আরো একটা কথা বলবো আমাদের দেশের ছোটগল্প নিয়ে। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন আমাদের দেশের ছোটগল্পেরও অনেক উন্নতি হয়েছে, বইমেলাতে বেশকিছু ভালো বই বের হয়েছে, আমি নাম বলছিনা আলাদা করে(তবে আপনারা নাম জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন), তবে রিডার্স ব্লক অথবা রাইটার্স ব্লক যাই বলেন, সবই কিন্তু ছোটগল্প দিয়ে কাটানো যায়। কেউ যদি মৌলিক বই বের করতে চান তাহলেও ছোটগল্প বেশ উপাদেয়।
সবশেষে বলবো সত্যজিত রায়ের হাতে জাদু আছে, যেটাই ধরেন সেটাই ভালোভাবেই করেন, আর উনি নিজেও ম্যাজিক নিয়ে অবসেসড্ ছিলেন, কারণ উনার ম্যাক্সিমাম গল্পেই ম্যাজিক এর কথা উঠে এসেছে। উনি যদি গল্পকার অথবা চলচ্চিত্রকার না হতেন আমরা একজন ম্যাজিশিয়ান পেতাম।
গল্প ১০১ কে ১০০ তে ১০০-ই দিলাম। ১ নাম্বার কাটা হলো কারণ আমার মোল্লা নাসিরুউদ্দিনের পার্টটুকু ভালো লাগেনি। -
পড়েছিনু বহুদিন তরে
সবুজ মলাট দেওয়া কেতাবখানি খুলে,
হয়েছি সওয়ার যে কতো, গল্পের তরীটি বাহিয়া—
আজি তাহা গিয়াছিনু ভুলে।
গ্রীষ্মের দাবদাহে চিত্ত মোর যবে
ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে দিবানিশিভরি,
পরশে হরষ জাগে যেই ক্ষণে উল্টাইয়া পৃষ্ঠা
খান-তিনেক গল্প আমি পড়ি।
কিংবা যদি গগনে-গগনে ডাকে দেয়া
অপরাহ্নে গুরু গুরু রবে,
হাম্বাগণ ধায় নিজ গৃহপানে দৌড়াদৌড়ি করি ;
বাতায়নে বসি আমি, এই গ্রন্থ পাঠ করি নীরবে।
উতলা পরাণ মম, সোয়েটার অঙ্গে জড়াইনু
শীতে যবে ঠকাঠক দন্তপাটি কাঁপি কাঁপি উঠে,
পারদের চিহ্ন যায় রসাতলে নামি, সেই দিনে—
এই বই ঠাঁই লয় মম দুই শীর্ণ করপুটে।
উৎসবে, আনন্দে, ঝগড়া-হাঙ্গামায়, কিংবা
বারো মাসে পার্বণ যে আছে চোদ্দোখানি,
অথবা যেদিন ঘোর স্যাডনেস ঘাড়ে চাপি ব'সে,
শেলফ হইতে স্যাট্ করে এই গ্রন্থ নিয়েছিনু টানি।
দিবস বহিয়া যায়, মাস যায়, বৎসরও ঘোরে—
পিছে পিছে খুব সন্তর্পনে ;
দাড়ি মোর পাকে, হেয়ারলাইন প্রশস্ত হয় নিশ্চুপে,
এ বই পড়িলে তবু নিজেরে ছোকরা লাগে দর্পণে!
কত শত অদ্ভুত চরিত্ররা আনাগোনা করে, আর
প্লটের বাহার হেরি হিয়া মম উল্লাসে মারে লম্ফ,
কিবা গল্প রচি গেলে সুকুমারপুত্র তুমি, আহা
তব পার্শ্বে বাকি সব লাগে যেন কর্কশ জগঝম্প!
আজি এই শুভদিনে পিতার ভবনে বসি
কায়মন সমর্পিয়া তব লাগি পরম যতনে,
তোমারে সেলাম করি মহারাজ, এই রিভিউটি—
রবীন্দ্রের নকল মারি লিখিয়াছে অরূপরতনে। -
আচ্ছা ফ্রিৎস নামক পুতুলটার কথা কারো মনে আছে? যার কঙ্কাল পাওয়া গিয়েছিল! বা মানুষখেকো সেই সেপ্টোপাস! বঙ্কুবাবুর বন্ধুটি! টাইমট্রাভেলার! বেচারা শিবু আর তার শিক্ষক, ভ্যাম্পায়ার,প্রোফেসর হিজিবিজবিজ, ব্রাউন সাহেবের বন্ধু সাইমন, কিংবা ফটিকচাঁদ, পিন্টুর দাদু বা পিকু ও তার ডায়রির কথা?সেই যাদুকরের নাম কি মনে আছে?
অসাধারন এই সব রঙিন, গা-ছমছমে, অদ্ভুত গল্পগুলোর সৃষ্টিকর্তার নাম 'সত্যজিৎ রায়'। এরপর তো আর কিছু বলার প্রয়োজন পড়েনা! এই রায় বাবুকে চিনেনা এমন পাঠক এপার ওপারের কোনো বাংলাতেই নেই। বিশ্ববরেণ্য হয়েছেন চলচ্চিত্রের দ্বারা। কিন্তু গল্প লিখেছেন তারও আগে। বিস্ময় ভরা গুরুগম্ভীর তত্ত্ব ছাড়া একেকটি ছোটগল্প।জানালা খুলে দিয়ে বিশাল আকাশটা দেখা আর তার গল্প পড়া একই কথা। বরং খালি চোখে দেখা রাতের আকাশে তারাদের থেকেও আরো দুরে আমাদের নিয়ে যায় তাঁর গল্প গুলো।
নিজের শিল্পীস্বভাব ও অনন্য গদ্যশৈলীর কারনে প্রত্যেকটি গল্পই হয়ে উঠেছে শিশু কিশোর বয়স্ক সবার কাছে লোভনীয় সম্পদ ।গল্প ১০১ এ ফেলুদা ও প্রফেসর শঙ্কু ছাড়া তাঁর লেখা অন্য সব গল্পই অন্তর্ভুক্ত করা হয়েছে সংকলনটিতে। বইপ্রেমীদের কাছে এখন পর্যন্ত গুপ্তধ�� স্বরূপ সম্পদ হিসেবে গণ্য একটি বই। রেটিং এর সর্বোচ্চ মঞ্চ-ও 'গল্প ১০১' এর জন্য মলীন দেখায়।সকল পাঠকের জন্য এটি অবশ্যপাঠ্য । -
আগে পড়েছি, আবার পড়লাম। বারবার পড়ার মতোই তো। 🤎
-
১০০ তে ১০১ ...
-
সত্যজিৎ রায়ের গল্প মানে কিছুই যখন ইচ্ছা করে না তখন ইচ্ছাকে ফিরিয়ে আনার গল্প। এই সংকলনগ্রন্থটির কত গল্প পড়া হয়েছে, কয়বার বা অনেকদিন পর পড়লে আবার নতুন লাগে বলে এই বইয়ের আবেদন বোধহয় আজীবন একই রকম রয়ে গেছে।
-
স্লো রিডার হিসেবেই নিজেকে জানতাম, গল্প ১০১ এত দ্রুত শেষ হয়ে গেল যে আফসোস আর শেষ হয় না! মানিক বাবু 'গল্প ১০০১' লিখলেও বোধহয় একই কথা বলতাম!
সত্যজিৎ রায়ের যাই দেখি, তাতেই বিস্মিত হই। একটা মানুষ কিভাবে সব কিছুতে এত পারফেক্ট হতে পারে!! ৪২ বছর বয়সে লেখালেখি শুরু, তাতেই বাজিমাত। প্রোফেসর শঙ্কু কিংবা ফেলুদা না, মানিক বাবুর আসল মুন্সিয়ানা ছোটগল্পেই।
সবাইকে এই বইটার
ডিরেক্ট পিডিএফ লিংক দিলাম।
পড়ুন, মানিকে ডুবে যান। -
দারুণ!!!
ইচ্ছে হয়েছিল বেশ কিছুদিন সত্যজিতে ডুবে থাকব আর তাই শুরু করেছিলাম ৭৬৯ পেজ এর বই। আর শেষ করলাম একদম আগাগোড়া সত্যজিৎ ফ্যান হয়ে।
এত দারুণ সব ছোট গল্প লিখে গেছেন এই মানুষটা এই বইটা না পড়লে জানতেই পারতাম না। তারিনিখুড়ো, ফটিকচাঁদ, মাস্টার অংশুমান এর মত দুর্দান্ত সব গল্পগুল��র একসাথে দারুণ একটা সংস্করণ।
মোল্লা নাসিরুদ্দেনের গল্প গুলো তো একদম ফিরিয়ে নিয়ে গিয়েছিল শৈশবে।
মৌলিক গল্পের পাশাপাশি আর্থার কোনান ডোয়েল সহ আরও কিছু খ্যাতনামা লেখকের গল্পের অনুবাদগুলোও করেছেন দুর্দান্ত।
আমার পড়া সেরা বইগুলোর মধ্যে অন্যতম। -
সত্যজিত রায় মানেই "লা জবাব"
-
শেষ হয়ে গেল...
-
A five-star collection of short stories by Ray. Many I was rereading but the pleasure was no less. A masterclass on how to write perfect short stories.
-
এই নিয়ে মনে হয় চতুর্থবারের মতন শেষ করলাম। দুর্দান্ত।
-
গল্প ১০১/ 101 Golpo(Stories)
Ray's writings never ceases to entertain, be it Feluda, Professor Shonku or his Short Stories. Satyajit Ray's works defines my childhood and is one of the key reasons for my love of reading and cinema. Golpo 101 is a collection of 101 short stories by Ray consisting of stories of multiple genres including horror, mystery, sci-fi, detective/crime and so on. A nostalgic read indeed, every story here is amazing to a point you just want to keep reading and re-reading them. I rarely read books in Bengali nowadays (which is sad) so yeah, going back to this was a breath of fresh air. Can't recommend it enough.
If you haven't read any works of Satyajit Ray what are you even doing with your life.
101 stories gets a 101/100. -
Satyajit Ray is known as the creator of sublime movies, as well as Feluda and Professor Shonku. But to get a true measure of his incredible creativity, one must read his short stories and other works compiled in this volume. Highly recommended.
-
অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই বই টা পড়ার। ফাইনালি সেই ইচ্ছে টা পূরণ হলো।
-
গল্প পড়ে ছেলেবেলার মতন মুগ্ধতা, বিষ্ময়, আনন্দ ফিরিয়ে আনবার জন্য ৫+ তারা। বেশ বড় বই।
-
আমার জীবনের পড়া সেরা গল্পগুলো এ বইতেই ছিলো। কি বা আর বলার আছে ভালোবাসার সত্যজিৎ রায়কে নিয়ে। উনি যা করেছেন সেটাই আমার ভালো লাগে। ভালোবাসার, ভালোলাগার একটা বই গল্প ১০১।
-
সত্যজিৎ রায় এবং হুমায়ুন আহমেদ - শুধুমাত্র তাদের ছোটগল্পের জন্য হলেও অমর হয়ে থাকবেন! ♥
Sometimes you just can't rate in Integers.
4.5 Star actually! -
প্রতিটি গল্প একেকটা রঙিন লাড্ডুর মতন। একটা খাওয়া হয়ে গেলেও অনেকক্ষণ স্বাদ থেকে যায় মুখে। স্বাদটা মিলিয়ে যেতে না যেতেই টপ করে আরেকটা মুখে পুরতে মন চায়। তারপর রসিয়ে রসিয়ে পুরোটুকু উপভোগ করে খাওয়া।
সেই ঠিক ঠিক দশ বছর আগে, এর ওর থেকে বই ধার নিয়ে আর পাবলিক লাইব্রেরীতে বসে সত্যজিৎ রায়ের সকল রচনা পড়ে শেষ করেছিলাম। পাক্কা দশ বছর পরে আবারও এই গল্পগুলো পড়ে আপ্লুত হয়েছি। আমার কিশোরীবেলার কথা খুব করে মনে পড়লো। কত মধুর স্মৃতি আমার এই গল্পগুলোর চরিত্রদের সাথে। তাদের সাথে আবারও দেখা হয়ে, আলাপ হয়ে কী যে হালকা লাগছে! বেশিরভাগ গল্পই যেমন ছোটবেলায় পড়লে একরকম আর বড়বেলায় পড়লে অন্যরকম লাগে, সত্যজিৎ রায়ের ছোটগল্পগুলো মোটেও সেই ছকে পড়ে না। কিশোর বয়সে পড়ে যে আনন্দ পেয়েছি, এইবেলা পড়েও একচুল কম আনন্দ হলো না। আবার ২০৩১-এ পড়লেও সেটা পরিবর্তনের আশা নেই। মনে হবে, নতুন কিছু পড়ছি।
কী তুখোড় কল্পনা ও সৃজনশক্তির অধিকারী ছিলেন সত্যজিৎ রায়! সাথে আছে অকপট আর ছিমছাম রসবোধ!
তাঁর লেখায়, কথায় আর কাজে মুগ্ধ হয়ে থাকি। তাঁকে আবিষ্কারের আনন্দে পাঠক আর দর্শক হিসেবে নিজেকে ভাগ্যবতী মনে হয়।
(২০২১) -
সত্যজিৎ রায়ের নাম শুনলে প্রথমেই মনে আসে বিশ্ববিখ্যাত এক পরিচালকের কথা যিনি সেলুলয়েডের মায়ায় মাতিয়েছেন কোটি কোটি মানুষকে। এরপর যদি আরেকটা পরিচয়ের কথা বলি তাহলে আসে ফেলুদা ও প্রফেসব শঙ্কুর রচয়িতা সত্যজিতের কথা। কিন্তু এই দুইটা বাদেও তাঁর আরও একটা বড় পরিচয় আছে, যার প্রমাণ এই বইটা, আর সেটা হলো গল্পকার সত্যজিৎ। প্রচুর লিখেছেন তিনি, ফেলুদা আর শঙ্কুর গল্পগুলো বাদে বাকি ১০১ টা গল্প নিয়েই সংকলিত হয়েছে এই বইটা। সেখানে যেমন স্থান পেয়েছে তাঁর স্বরচিত গল্প তেমনি রয়েছে বেশকিছু অনুবাদও।
গল্পগুলোর যে দু’টো বৈশিষ্ট্য আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে তা হলো ভাষার সারল্য এবং জনরার বৈচিত্র্য। একদম সহজ-সরল ভাষায় লেখা মধ্যবিত্ত মানুষের গল্প শুনিয়েছেন লেখক। কোনো তত্ত্ব বা আদর্শের প্রচার করেন নি লেখক, গল্পগুলোর মাধ্যমে তিনি শুধু গল্পই বলেছেন। পিকু, পিন্টু, সদানন্দ বা রন্টুর চোখ দিয়ে তিনি যেমন দুনিয়াকে উপস্থাপন করেছেন তেমনি তারিণী খুড়োর মুখ দিয়েও গল্প বলিয়েছেন। আর অন্যদিকে রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, আধিভৌতিক, নগর জীবনের জীবনযাপন, শিকার, পরাবাস্তবতা ইত্যাদি বিস্তৃত জনরার সমাবেশ ঘটিয়েছেন। এই সহজ-সরল ভাষা, চিরপরিচিত চরিত্র আর প্লটের বৈচিত্র্য মিলিয়ে যেন একটা ঘোরলাগা জগতের সৃষ্টি করে বইটা। সাথে প্রতিটা গল্পে দুই-চার-পাঁচটি লেখকের নিজ হাতে আঁকে অনবদ্য সব চিত্র গল্পের স্বাদ বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ।
একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করলাম যে লেখক এমনভাবে গল্পের প্লট সাজিয়েছেন যে তাতে মেয়ে চরিত্রের কোনো স্থান নেই। কোনো একটা গল্পেরও প্রধান চরিত্র মেয়ে তো নয়-ই, সাথে প্রধান পুরুষ চরিত্রের বেশিরভাগই বিপত্নীক বা অকৃতদার। কোনো কারনে বউ যদি থেকেও থাকে তাহলে দেখা যাবে সে অসুস্থ বা বাপের বাড়ি গিয়েছে! ‘ নারী চরিত্র ব্যবহার করব না' এটা হয়তো লেখক স্থির করে নিয়েছিলেন না হলে অনুবাদ করা গল্পগুলোর চরিত্রও অকৃতদার হয় কি করে! এছাড়া আরও কয়েকটা লক্ষ্যণীয় বিষয় হলো উল্লেখযোগ্য সংখ্যক চরিত্র লেখক/চিত্রকর/অভিনেতা, বেশিরভাগ গল্পেই চরিত্রগুলো বেড়াতে যায়, প্রায় সবাই ডিটেকটিভ বই পড়ে বা ব্রিজ খেলে।
প্রায় মাসখানেক সময় নিয়ে ৭৬৯ পৃষ্ঠার এই বিশালবপু বইটা শেষ করলাম। তবে লেখকের জাদুটা এখানে যে গল্প ১০১ না হয়ে ২০১ বা ৩০১ হলেও বইটা পড়তে কোনো বিরক্তি আসতো না! দু-চারটা গল্প কিছু খাপছাড়া মনে হয়েছে, তাছাড়া বাদবাকি গল্পগুলো সবই বারবার পড়ার মতো। তাদের মধ্যে সদানন্দের খুদে জগৎ, রতনবাবু আর সেই লোকটা, বাতিকবাবু, প্রফেসর হিজিবিজবিজ,খগম, ফ্রিৎস, ভূতো, সাধনবাবুর সন্দেহ, লখনৌর ডুয়েল, লাখপতি, মৃগাঙ্গবাবুর ঘটনা, ব্রেজিলের কালো বাঘ, ঈশ্বরের ন'লক্ষ কোটি নাম এবং ময়ূরকন্ঠী জেলি অসাধারণ লেগেছে।
বইটা শেষ করলাম, তবে ডিলিট করলাম না। কেননা মন খারাপের মুহূর্তে যেকোনো পৃষ্ঠা শুরু করলেই যে মন ভালো হবে এমন আশ্বাস যে পেয়েছি! ভবিষ্যতে আরও বারবার যে পড়তে হবে সে কথা বলাই বাহুল্য। -
বিশালায়তন সুন্দর একখানা বই। সত্যজিৎ রায় আসলে কি তার ভালো রকম একখান নমুনা পাওয়া যায় এই বই পড়লে। কি বিশাল range ভদ্রলোকের। একই লোক এত versatile ভাবা যায়না। যদিও সব গল্প নিশ্চয়ই একনাগাড়ে লিখে যাননি, জীবনের এক এক সময় এক একরকম লিখেছেন।
🔥🔥 Sci-fi থেকে রূপকথার গল্প, সেখান থে���ে হাসির গল্প, ভূতের গল্প, আবার শেষে টুইস্ট ওয়ালা বেশ মজার গল্পও কিছু আছে। পড়তে পড়তে একটুও আলস্য আসবেনা বলতে পারি।
অধিকাংশ গল্পই হয় আগে পড়া নাহলে sunday suspense এর দৌলতে শোনা, তবুও পড়তে খুব ভালো লেগেছে।
🌚 তবু বলে রাখা ভালো, ভয়ের বলতে যদি বিভৎসতা খুঁজতে যান, তাহলে তা পাবেননা, হয়তো তখন ওরকম ডার্ক লেখার চল ছিল না তেমন, তাই।
কিশোর মন নিয়ে পড়ুন, চরম লাগবে। 🤗 -
One of the best compilation of short stories I came across,and I am not saying this because I have sentimental value for it. Horror, thriller, mystery, comedy - this book as all. From 8pages to 50pages long stories, this will make you cry and after sometime smile at the beauty of the simplicity of the stories.
-
ছোট গল্প হবে "শেষ হইয়া ও হইলোনা শেষ টাইপ"। এই ক্ষেতে সত্যাজিৎ একাই একশো । তার গল্পে আছে সাসপেন্স, রিক্ততা, শিশু চিন্তভাবনা, অাকাশ কুসুম কল্পনা, বিজ্ঞান, ভয়। আর কি নেই। প্রতিটি গল্পই যাদু করে রাখবে।
-
ছোটগল্পের বাইবেল বিশেষ।
-
একজন লেখকের রেঞ্জ কতদূর যেতে পারে তা এই বইয়ের গল্পগুলো পড়লে বোঝা যায়। ক্রাইম, শিকার, ভৌতিক, সায়েন্স ফিকশন, জীবনমুখী, ঐতিহাসিক, আধিভৌতিক বিভিন্ন ধরনের ছোট গল্প রয়েছে বইটিতে। সবসময়ের প্রিয় বই।
-
দ্বিধাহীনভাবে বলতে পারি আমার ক্ষুদ্র জীবনে পড়া শ্রেষ্ঠ ছোটগল্পের বই এটা৷ পড়েছি আর মুগ্ধ হয়েছি।
-
দৈনন্দিন অভিজ্ঞতার খুচরো বিষয় থেকে শুরু করে একেবারে সুদূর অতীতের টেরোড্যাকটিল, সামান্য ফিল্মসটার থেকে প্লানচেট কী নেই গল্পের মধ্যে ! আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তীক্ষ্ণ রসবোধ তো আছেই।
সব বিষয়ই গল্প হতে পারে যদি ছোঁয়া পায় বুড়ী ফোকলা দাদীমার কণ্ঠের বা সত্যজিতের কলমের। -
সত্যজিৎ রায়! বাংলা সাহিত্য প্রেমী অথচ এই নামটির সাথে পরিচয় নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। আমার বইপড়ুয়া হওয়ার পিছনে এই নামটির বিশাল ভূমিকা রয়েছে। শৈশবে ওনারই ফেলুদা পড়ে ডিটেকটিভ নভেল ও প্রোফেসর শঙ্কু পড়ে সাইন্স ফিকশনের জগতের স্বাদ আস্বাদন করি। ফেলুদা-শঙ্কু পড়া হলেও ওনার ছোটো গল্পগুলো পড়া হয়নি। সমগ্রটিতে ফেলুদা-শঙ্কুর বাইরে প্রায় সব গল্পই সংকলিত। বিভিন্ন জনরার বিভিন্ন গল্পকে এক মলাটে সন্নিবেশিত করা হয়েছে, তাই একে বাংলা সাহিত্যের ছোটো গল্পের "গুপ্তধন" বললে মোটেও অত্যুক্তি হবে না।
Happy Reading 📖🖤 -
'গল্প ১০১' এক কথায় অসাধারণ একটি বই।
কভার দেখে মনে হয়েছিলো বেশি ভালো হবে না।কিন্তু সত্তজিৎ রায় এর বই বলে কথা।ধারনার চেয় বেশি ভালো হইসে। ছোট গল্প গুলো শুর র দিক এ অনেক সাধারণ লাগলে ও,শেষ এর দিক এ গল্পের পুর মোর ঘুরে যায়। প্রতিটা গল্পো মনে রাখার মতো।
*জীবন এর প্রথম রিভিও।ভুল থাকলে ক্ষমা করে দিয়েন। -
অসাধারণ সব গল্পের সম্ভার।