দেবদূতের বুলেট by Manish Mukhopadhyay


দেবদূতের বুলেট
Title : দেবদূতের বুলেট
Author :
Rating :
ISBN : -
ISBN-10 : 9789394659162
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 144
Publication : First published January 31, 2023

দেবদূতের বুলেট Reviews


  • Riju Ganguly

    এই উপন্যাসিকাটি বাংলা সাহিত্যে অভিনব বললেই চলে। এটি যা নিয়ে লেখা হয়েছে তেমন বিশুদ্ধ পাল্প ফিকশন বাংলায় আমি এযাবৎ পড়িনি।
    উপন্যাসের কেন্দ্রে আছে এক হিটম্যান, যার নাম দেবদূত। একটি বিশেষ কাজ সারতে গিয়ে সুলেখা নামের মেয়েটি তার সঙ্গে একরকম জড়িয়েই পড়ে। বাধ্য হয়ে দেবদূত তাকে নিয়ে আসে নিজের দলনেত্রী বেহুলা বোসের কাছে। তারপর...
    তারপর কী হয় সেটা জানতে গেলে আপনাকে বইটা পড়তে হবে। ইনফ্যাক্ট বইয়ের প্রথম ক'টা লাইন পড়লেই বইটা শেষ করতে আপনি বাধ্য হবেন।
    বইটির ভালো দিক কী-কী?
    (১) বাংলায় এত ভালো ডার্ক কমেডি শেষ কবে পড়েছি মনে করতে পারছি না। প্রফুল্ল রায় তাঁর 'চরিত্র' বা 'আমাকে দেখুন'-এ প্রোটাগনিস্টকে যে ধাঁচে গড়েছিলেন, সেভাবেই গড়া হয়েছে দেবদূতকে। ছত্রে-ছত্রে ঝিকিয়ে উঠেছে রসিকতা। কলকাতার নিজস্ব গালাগাল ও আমেজ একেবারে মশার মতোই ছেঁকে ধরেছে লেখাকে।
    (২) লাশো কা মাউন্টেন, খুন কি ফাউন্টেন হওয়ার সম্ভাবনা থাকা সত্বেও লেখক এই লেখায় কিন্তু 'ফিরে আসা, ফিরে আশা'-কে গুরুত্ব দিয়েছেন। বইয়ের শেষটা তাই একে একেবারে অন্যরকম করে দেয়।
    (৩) আনুপুটডাউনেবল লেখা— এ তো আগেই বলেছি। তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছে আশীষ ভট্টাচার্যের স্মার্ট অথচ ঘন আলো-ছায়ায় ভরা অলংকরণ। ফলে বইটা পড়তে গিয়ে একটা অদ্ভুত সিনেমাটিক অভিজ্ঞতা হয়।
    বইটির খারাপ দিক কী-কী?
    এত ছোট্ট একটি বইয়ের অনুপাতে এর দামটা বড্ড বেশি!
    তবু বলব, রসিক পাঠকদের জন্যই লেখা এই রসালো উপন্যাসিকাটি উপেক্ষা করবেন না। ভাষা আর বিষয় নিয়ে শুচিবায়ুগ্রস্ত হলে আলাদা কথা; তা না হলে এটি কিন্তু সলিড জিনিস।

  • Joydeep Chatterjee

    শব্দ প্রকাশনের শেষ বই পড়েছিলাম জগদীশ গুপ্তের 'লঘু-গুরু' উপন্যাসটি, মনে রাখার মত একটি কাজ হয়েছিল প্রকাশনা এবং সম্পাদকের তরফ থেকে। সেই বইয়ের থেকে বিষয়বৈচিত্র্যে সম্পূর্ণ বিপ্রতীপে অবস্থান করা একটি উপন্যাসিকা আমার সাম্প্রতিক পাঠ, 'দেবদূতের বুলেট'। লেখক মনীষ মুখোপাধ্যায়।

    উপন্যাসিকাটি মূলতঃ ডার্ক কমেডির উপর, আদতে পাল্প ফিকশন। কেন পড়েছি বা অন্যান্য পাঠক পড়তে পারেন, তার কারণ হিসেবে বলা যেতেই পারে, শেষ কয়েক বছরে অন্ততঃ এইরকম কাজ হয়েছে বলে আমার জানা নেই(শ্রীজাত-র 'শালিমারে সংঘাত' কমেডি জঁরের উপরে কাজ হলেও আদতে ছিল অদ্ভুতুড়ে সিরিজের আদলে একটি অ্যাডাল্ট অ্যাডাপশন)। স্বাদ বদলের জন্য একবার অন্ততঃ এই উপন্যাসিকাটি থ্রিলারপ্রেমীরা পড়তে পারেন। ফাটানো অ্যাকশন সিকোয়েন্স, সঙ্গে ফাটানো হাসি, মধ্যে মধ্যে গোলাগুলি, রক্তপাত তো আছেই। দেবদূত দত্ত নামে এক হিটম্যান এই কাহিনির নায়ক, সুলেখা নামের এক মহিলার সঙ্গে জড়িয়ে পড়ে সে ভাগ্যক্রমে একটি কাজের সূত্রে। সেই ভাগ্য তাকে কোনদিকে কীভাবে ছোটায়, তাই এই কাহিনির উপজীব্য। কাহিনির সমান্তরালে বিদঘুটে সংলাপ এবং সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে আসতে থাকে কিছু বিদঘুটে চরিত্র, সাইকোপ্যাথ পেশাদার খুনিরা। আপাতদৃষ্টিতে তারা মজার হলেও কাহিনির শেষে লেখক ট্র্যাজেডির মোটা দাগ রেখে গিয়েছেন, যা একটু হলেও পাঠককে ভাবতে বাধ্য করবে। বেশ কিছু চরিত্র আরেকটু পরিসর দ���বি করত বলে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তবে তা পড়ার সময়ে বিশেষ মনে হয়নি কারণ বিশুদ্ধ পাল্প ফিকশনের ধর্ম মেনেই কাহিনি 'দুদ্দাড়' গতিতে প্রথম থেকে শেষ অবধি ছোটে। মোটের উপর 'দেবদূতের বুলেট', পাঠকের কাছে এক সিনেম্যাটিক উপস্থাপনের রেশ রেখে যেতে পারে কাহিনির শেষে। আশীষ ভট্টাচার্যের অলংকরণগুলিও কাহিনির সঙ্গে যোগ্য সঙ্গত করেছে বলে মনে হয়েছে।

    বইটির মূল্য অত্যধিক ধার্য করা হয়েছে বলে আমার মনে হয়। এবং বেশ কিছু মুদ্রণপ্রমাদ চোখে পড়েছে। আর বিশেষ কোন অভিযোগ আমার পাঠক হিসেবে নেই।

    🔹দেবদূতের বুলেট / মনীষ মুখোপাধ্যায়
    ▪️শব্দ প্রকাশন / ২২৫ টাকা

  • Sudipta Das

    বাংলায় এত সুন্দর ডার্ক কমেডি থ্রিলার আগে পড়িনি, 11/10